Advertisement
Advertisement

Breaking News

Amitabh Bachchan

‘সময় খুবই শক্তিশালী’, রামমন্দির উদ্বোধনের পরেই ইঙ্গিতপূর্ণ পোস্ট অমিতাভের

ঠিক কী বললেন বিগ বি?

Amitabh Bachchan Shares Cryptic Post Days After Ram Mandir Opening | Sangbad Pratidin

ছবি: ইনস্টাগ্রাম

Published by: Sandipta Bhanja
  • Posted:January 26, 2024 6:51 pm
  • Updated:January 26, 2024 6:51 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রামমন্দির উদ্বোধনের আগে অযোধ্যায় জমি কিনেছেন। এমনকী সোমবার রামলালার প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠানে ছেলে অভিষেক বচ্চনকে নিয়ে সশরীরে হাজিরও ছিলেন অমিতাভ বচ্চন। তারকাদের ভীড়ের একমাত্র বিগ বি’র সঙ্গেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কুশলমঙ্গল বিনিময় করতে দেখা যায়। আর অযোধ্যা থেকে ফিরেই ইঙ্গিতপূর্ণ পোস্ট অমিতাভ বচ্চনের।

রামমন্দির উদ্বোধন প্রসঙ্গে নিজের ব্লগে বিগ বি লিখেছিলেন, “আধ্যাত্মিক চেতনায় ভরা একটি দিন। অযোধ্যাযর প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান থেকে ফিরলাম। আধ্যাত্মিকতার মহিমা উদযাপন এবং বিশ্বাস, শ্রীরামের জন্মভূমিতে মন্দির প্রতিষ্ঠায় বিভোর। এর বেশি বর্ণনা করা সম্ভব নয়। কারণ মনের বিশ্বাস, চেতনাকে এভাবে ভাষায় বর্ণনা করা যায় না।”

Advertisement

[আরও পড়ুন: রামমন্দিরে যাওয়ার পরপরই পদ্মভূষণ পেলেন চিরঞ্জিবী, মোদিকে ধন্যবাদ ছেলে রামচরণের]

সোশাল মিডিয়াতেও রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে গেরুয়া উত্তরীয় পরা অমিতাভের ছবি ভাইরাল হয়েছে। রামেবিভোর বচ্চন এবার এক্স হ্যান্ডেলে লিখলেন, “সময় খুবই শক্তিশালী।” কোন প্রেক্ষিতে তিনি একথা লিখেছেন? সেটা উল্লেখ করেননি ঠিকই, তবে অনুরাগীদের মতে, অমিতাভ রামমন্দিরের প্রতিষ্ঠা নিয়েই এমন মন্তব্য করেছেন। দীর্ঘ অপেক্ষার পর অযোধ্যায় রামমন্দির প্রতিষ্ঠা হয়েছে। বহু আইনি লড়াই, রাজনৈতিক বাকবিতণ্ডা, প্রতিবাদ-প্রতিরোধ সব পেরিয়ে গত ২২ জানুয়ারি রামজন্মভূমিতে রামলালার প্রাণপ্রতিষ্ঠা হল। সেই প্রেক্ষিতেই সম্ভবত সময়ের গুরুত্বের কথা লিখেছেন অমিতাভ।

[আরও পড়ুন: ‘আমি সাচ্চা ভারতীয়, দেশ-অনুরাগীদের কাছে কৃতজ্ঞ’, পদ্মভূষণে প্রতিক্রিয়া উষা উত্থুপের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement