সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নরেন্দ্র মোদিকে কটাক্ষ করতে গিয়ে অমিতাভ বচ্চন (Amitabh Bachchan), ঐশ্বর্য রাই বচ্চনের নাম টেনে এনেছিলেন রাহুল গান্ধী। উত্তরপ্রদেশে ভারত জোড়ো ন্যায় যাত্রা থেকে রামমন্দিরের আমন্ত্রণ তালিকা নিয়ে খোঁটা দিতে গিয়ে বিজেপির সঙ্গে বচ্চন পরিবারের নাম জুড়ে দিয়েছিলেন রাহুল। আর সেই মন্তব্য নিয়ে সোশাল মিডিয়ায় তোলপাড় হতেই ইঙ্গিতপূর্ণ টুইট অমিতাভ বচ্চনের। রাহুলকে বিঁধেই?
গান্ধী পরিবারের সঙ্গে একসময়ে বচ্চন পরিবারের বেশ সুসম্পর্ক ছিল। বিগ বি ছিলেন রাজীব গান্ধীর খুব কাছের বন্ধু। আর সেই বন্ধুত্বের খাতিরই কংগ্রেসের হয়ে রাজনীতির ময়দানে পা-ও রেখেছিলেন। শুধু তাই নয়, আশির দশকে কংগ্রেসের টিকিটে এলাহাবাদে জিতেওছিলেন। তবে ঠিক তার তিন বছরের মাথাতেই রাজনৈতিক কেরিয়ারকে জলাঞ্জলি দিয়ে দেন অমিতাভ বচ্চন। সেই গান্ধী পরিবারের উত্তরসূরীই কি না সম্প্রতি পরোক্ষভাবে বিগ বিকে কটাক্ষ করেছেন রামমন্দির উদ্বোধনে যাওয়া নিয়ে।
গত রবিবার যোগীরাজ্যের প্রয়াগরাজে পৌঁছে ন্যায় যাত্রায় রাহুল তফসিলি, উপজাতি সম্প্রদায়ের মানুষদের পাশে দাঁড়িয়ে বিজেপি সরকারকে একহাত নেন। কংগ্রেস নেতা বলেন, “আপনারা রামমন্দিরের প্রাণপ্রতিষ্ঠা দেখেছিলেন তো? সেখানে কোনও তফসিলি, উপজাতি কিংবা ওবিসি সম্প্রদায়ের কোনও মুখ দেখেছেন? সেই অনুষ্ঠানে হাজির ছিলেন অমিতাভ বচ্চন, ঐশ্বর্য বচ্চন এবং প্রধানমন্ত্রী মোদি (PM Modi)। কিন্তু যারা সত্যিকারের দেশ চালায়, তাদের কাউকে দেখা যায়নি। এরা প্রমাণ করতে চায় যে আপনারা কখনওই দেশ পরিচালনা করতে পারবেন না।” রাহুলের সেই মন্তব্য নিয়ে রাজনৈতিক মহল তো বটেই এমনকী বিনোদুনিয়াতেও কম সমালোচনা হয়নি! এবার এক্স হ্যান্ডেলে টুইট অমিতাভ বচ্চনের।
টুইটে যদিও খুব কম শব্দে নিজের ব্যস্ততার কথা ব্যক্ত করেছেন বিগ বি। লিখেছেন, এটা শরীরচর্চা করার সময়। শরীরের যত্ন নেওয়া বা মনের নমনীয়তার প্রয়োজন। বাকি সব অপেক্ষা করতে পারে। তবে ব্লগে অমিতাভের মন্তব্য, “অনেকদিন বাদে কাজের সূত্রে লম্বা সফর। নিজের বাড়ি থেকে দূরে।… অসম্পূর্ণ মনে হয়। তবে জীবন তো চলতেই থাকে। আর সেই চলার শক্তি যেন কখনও কমে না যায়। সেটাই পণ্ডিত বা বুদ্ধিমান ব্যক্তিরা উপদেশ দিয়ে থাকেন। তবে বাস্তবটা অন্যরকম। কিন্তু তবুও শুভাকাঙ্ক্ষীদের সমর্থনের জন্য চেষ্টা চালিয়ে যাই। সেই শক্তির জোরেই আমি চলি। যা আমাকে সাহস আর আশা জোগায়। এভাবেই যেন বেঁচে থাকি!” উল্লেখ্য, সম্প্রতি কাজের সূত্রে অযোধ্যায় গিয়েছিলেন অমিতাভ। সেখানে গিয়ে রামমন্দিরে পুজোও দেন বিগ বি। এরপরই উত্তরপ্রদেশের ন্যায় যাত্রা থেকে রাহুল গান্ধীর ওই বিস্ফোরক মন্তব্য। বিগ বি যদিও সোজাসুজি এপ্রসঙ্গে কোনও কথা বলেননি। তবে অনুরাগীদের একাংশের ধারণা, অমিতাভ তাঁর এই টুইট বা ব্লগের মধ্য দিয়েই নিজের অবস্থান বুঝিয়ে দিয়েছেন।
T 4929 – time for work out .. mobility of the body .. flexibility of the mind .. all else can wait ..
— Amitabh Bachchan (@SrBachchan) February 21, 2024
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.