Advertisement
Advertisement

Breaking News

Namish Chakraborty

বলিউডে পা মিঠুনের ছোট ছেলে নমশি চক্রবর্তীর, ভিডিও শেয়ার করে শুভেচ্ছা বিগ বির

ছবির পরিচালক রাজকুমার সন্তোষী।

Amitabh Bachchan sends wishes for mithun chakrabortys son| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:February 28, 2023 9:57 am
  • Updated:February 28, 2023 10:53 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড় ছেলে মহাক্ষয় চক্রবর্তী অনেক আগেই বলিউডে পা দিয়েছেন। এবার পালা মিঠুনের ছোট ছেলে নমশি চক্রবর্তীর। ছবির নাম ‘ব্যাড বয়’। ছবির পরিচালক রাজকুমার সন্তোষী। করোনাকালে অর্থাৎ ২০২০ সালে এই ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল। তবে নানা কারণে মুক্তি আটকে।

শেষমেশ পরের মাসেই মুক্তি পাবে এই ছবি। তাই নমশির প্রথম ছবি রিলিজের আগে গানের ভিডিও শেয়ার করে নমশি চক্রবর্তীকে শুভেচ্ছা জানালেন অমিতাভ বচ্চন। অমিত আঙ্কলের কাছ থেকে শুভেচ্ছা পেয়ে আপ্লুত মিঠুনের ছোট ছেলে নমশিও।

Advertisement

[আরও পড়ুন: বিমানবন্দরের বাইরে প্রকাশ্যেই সাবার ঠোঁটে ঠোঁট রাখলেন হৃতিক! মুহূর্তে ভাইরাল ভিডিও ]

২০২০ সালে মুক্তি পেয়েছিল ‘ব্য়াড বয়’ ছবির পোস্টার। এই ছবিতে তাঁর বিপরীতে রয়েছেন আরও এক নবাগতা আমরিন কুরেশি। ছবির প্রযোজক সাজিদ কুরেশির মেয়ে তিনি। বাবা মিঠুনের মতো বলিউডের সুপারস্টার হতে পারেন কিনা নমশি, তা এবার দেখার পালা।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Amitabh Bachchan (@amitabhbachchan)

[আরও পড়ুন: রিয়ালিটি শোয়ের খ্যাতি ছাড়া আর কী গুণ আছে? শেহনাজকে তোপ গায়িকা সোনা মহাপাত্রর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement