Advertisement
Advertisement

Breaking News

অমিতাভ বচ্চন

‘শরীর সায় দিচ্ছে না’, অবসরের কথা ঘোষণা অমিতাভ বচ্চনের

নিজের ব্লগে একথা জানিয়েছেন শাহেনশা।

Amitabh Bachchan says he must retire in his personal blog
Published by: Bishakha Pal
  • Posted:November 29, 2019 8:50 am
  • Updated:November 29, 2019 12:46 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেই ব‌্যারিটোন কি আর শোনা যাবে না? ছ’ফুটের সেই দীর্ঘ দেহ, সুতীক্ষ্ণ চাহনি, সেই মুগ্ধ করা অভিনয়, একার কাঁধেই গোটা একটা ছবিকে বক্স অফিসের বৈতরণী পার করিয়ে দেওয়ার জাদুক্ষমতাধারী মানুষটি কি এবার সত্যিই ক্লান্ত? অবশেষে বিদায় জানাতে চাইছেন অর্ধশতাব্দী ধরে চলা নিজের নাম-যশ-খ‌্যাতির আলোয় মাখামাখি সেলুলয়েড জীবনটাকে? বলিউডের ‘শাহেনশা’ অমিতাভ বচ্চন কি এবার অবসর নিতে চলেছেন?

উত্তর, সম্ভবত ‘হ্যাঁ’। কারণ, ইতিউতি ভেসে চলা জল্পনা-রটনাকে অনেকটাই দূরে সরিয়ে রেখে বিগ বি নিজেই এই ইঙ্গিত দিয়েছেন তাঁর ব্লগে। নিজেই জানিয়েছেন, তাঁর মন কাজ করতে চাইলেও শরীর জবাব দিচ্ছে। বলছে, অনেক হয়েছে, আর নয়।

Advertisement

[ আরও পড়ুন: ‘থালাইভি’ নিয়ে অসন্তুষ্ট, আদালতের দ্বারস্থ জয়ললিতার ভাইঝি ]

দিনকয়েক আগেই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন অমিতাভ। তার পর খানিকটা তড়িঘড়িই শেষ করেছেন সোনি টিভির বিখ‌্যাত রিয়েলিটি শো, ‘কৌন বনেগা ক্রোড়পতি’-র বাকি থাকা শুটিং। আবার ঠিক তার পরই যোগ দিয়েছেন পরিচালক অয়ন মুখোপাধ‌্যায়ের ‘ব্রহ্মাস্ত্র’ ছবির শুটিংয়ে। রণবীর কাপুর এবং আলিয়া ভাট অভিনীত এই ছবির শুটিং করতে গাড়িতে করে মানালি যেতে হয়েছে তাঁকে। আর সেখানেই পৌঁছেই নিজের শরীরের দেওয়া ‘সিগন‌্যাল’ ধরতে পেরেছেন অমিতাভ। বুঝতে পেরেছেন, আর বেশি সময় তাঁর কাছে নেই। নিজের ব্লগে সে কথা জানিয়ে তিনি লিখেছেন, ‘‘আমার এবার অবসর নেওয়ার সময় হয়েছে। আমার মাথা এক কথা বলছে। কিন্তু শরীর অন‌্য কথা বলছে। এটা একটা বার্তা।’’ তাৎপর্যপূর্ণভাবে, এই লেখার আগেই কিন্তু অমিতাভ ব্লগে মানালির প্রাকৃতিক সৌন্দর্যে‌র বর্ণনা করেছিলেন। লিখেছিলেন, ‘‘চারদিক এত সতেজ, শীতের আমেজ রয়েছে। এখন ভোর পাঁচটা। চারপাশে পরিষ্কার-নির্মল বাতাস, ১২ ঘণ্টার সফর করলাম গাড়িতে, কিন্তু আনন্দে কাটল। এই ছোট শহরের সহজ-সরল আপ‌্যায়ন আমাকে সত্যিই মুগ্ধ করেছে। আমরা শহরবাসীর মতো সরল আর সৎ, কখনও হতে পারব না।’’

প্রসঙ্গত, ১৯৬৯ সালে ‘সাত হিন্দুস্থানি’ ছবি দিয়ে অমিতাভর অভিনয় কেরিয়ার শুরু হয়। এই দীর্ঘ সময়ের মধ্যে একাধিকবার অসুস্থ হয়েছেন তিনি। হাসপাতালেও ভরতি হতে হয়েছে, এমনকী জটিল অস্ত্রোপচারও হয়েছে। কিন্তু তা সত্ত্বেও কখনও তাঁর মুখে অবসরের কথা শোনা যায়নি। এখনও সেই আগের মতোই আগ্রহ আর জীবনীশক্তি নিয়ে কাজ করেন সিনিয়র বচ্চন। অমিতাভর সহকর্মীরাই বলেন যে, এই বয়সে এসেও অমিতাভর ‘এনার্জি’র সঙ্গে তাঁরা পাল্লা দিতে পারেন না। সেই ‘শাহেনশাহ’-র মুখেই অবসরের কথা! তাহলে কী এতদিন পর সত্যিই সেলুলয়েডকে বিদায় জানাতে চলেছেন বলিউডের ‘দ‌্য গ্রেটেস্ট শো-ম‌্যান’? উত্তর দেবে সময়।

[ আরও পড়ুন: বড়পর্দায় আসছে সৌমিত্রর বায়োপিক, পরিচালনায় পরমব্রত ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement