সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সহজেই আপন করে নিয়ে তুই-তোকারি করে বলা মানুষটি, মুহূর্তের মধ্যে শিশুসুলভ রাগ-অভিমানে গাল ফুলিয়ে থাকা মানুষটিকে বাংলার সিনেমহল আজও মিস করে। ক্যালেন্ডার মনে করিয়ে দিল আজ তাঁর জন্মদিন। বেঁচে থাকলে ৫৬টি বসন্ত পার করে ফেলতেন এতদিনে। তবে, জীবনের ৫০টি বসন্ত কাটিয়েই তিনি পাড়ি দিয়েছেন পরপারে। না, জন্মদিন বলেই কলমের আঁচড় পড়েনি তাঁকে নিয়ে। আসলে প্রিয় শিল্পী হোক কিংবা প্রিয় মানুষ, তাঁদের নিয়ে আদিখ্যেতা করার কিংবা ভালবাসা জাহির করার একটা দিনের দরকার। আর অলিখিতভাবে সেই দিনটি উদযাপন করার যাবতীয় দায় বর্তায় জন্মদিন কিংবা মৃত্যুদিনের উপর। আর ঠিক এই দিনটিতেই অনন্যভাবে ‘ঋতুস্মরণ’ করলেন অভিনেতা অমিতাভ বচ্চন।
বাঙালির মননে ঋতুপর্ণ ঘোষ আজও একটা আবেগ। আর সেই নামের সঙ্গেই যদি জুড়ে যায় অমিতাভ বচ্চনের নাম, তাহলে কেমন হয় বলুন দেখি? ভাবছেন তো কী করে? তাহলে বলি, প্রয়াত পরিচালক ঋতুপর্ণ ঘোষকে শ্রদ্ধা জানিয়ে ছবি তৈরি করেছেন বলিউড পরিচালক রামকমল মুখোপাধ্যায়। নাম ‘সিজনস গ্রিটিংস’। আর সেই ছবিরই ফার্স্ট লুক প্রকাশ্যে নিয়ে এলেন অমিতাভ বচ্চন। শনিবার সকালে নিজের টুইটার প্রোফাইল থেকে ‘সিজনস গ্রিটিংস’-এর প্রথম ঝলক শেয়ার করে ঋতুপর্ণর স্মৃতিচারণায় মগ্ন হলেন বলিউড শাহেনশা।
‘সিজনস গ্রিটিংস’ প্রসঙ্গে বলতে গিয়ে স্মৃতির সরণিতে হেঁটে অনেক কথারই ঝাঁপি খুললেন অমিতাভ। তিনি বলেন, “ঋতু এমন একজন পরিচালক যিনি বচ্চন পরিবারের সকলের সঙ্গেই কাজ করেছেন। আমি ওঁর করা ইংরেজি ছবি ‘দ্য লাস্ট লিয়ার’-এ কাজ করে সম্মানিত হয়েছিলাম। জয়া ‘সানগ্লাস’ করেছে। অভিষেক ওঁর সঙ্গে ‘অন্দরমহল’-এ কাজ করেছে। আর ঐশ্বর্য ঋতুপর্ণর পরিচালনায় ‘চোখের বালি’ এবং ‘রেনকোট’, দু’দুটো ছবিতে অভিনয় করেছে। ওঁর ছবির স্বাদও ভিন্ন ছিল। কী চাইছে, সেই চিন্তাভাবনাও ছিল খুব পরিষ্কার। খুব তাড়াতাড়ি ওঁকে হারালাম আমরা। রামকমল দু’দশক ধরে একনিষ্ঠভাবে সাংবাদিকতা করার পর, ঋতুপর্ণকে শ্রদ্ধা জানিয়ে ‘সিজনস গ্রিটিংস’ তৈরি করল। পরিচালক হিসেবে ওকে এবং ওর পুরো টিমকে অভিনন্দন জানাই।” নভেম্বর মাসে ‘সিজনস গ্রিটিংস’ মুক্তি পাচ্ছে জিফাইভ অরিজিন্যালসের প্লাটফর্মে।
প্রসঙ্গত, সম্প্রতি রাষ্ট্রসংঘের এলজিবিটি ক্যাম্পেনের ‘ফ্রি অ্যান্ড ইকুয়াল’ প্রচারের অংশ হয়েছে ‘সিজনস গ্রিটিংস’। রাষ্ট্রসংঘের তরফে জানানো হয়েছে, এই ছবির মাধ্যমেই এলজিবিটি সম্পর্কে গোটা বিশ্বে সচেতনতামূলক প্রচার চালানো হবে। ছবিতে অভিনয় করেছেন সেলিনা জেটলি, লিলেট দুবে এবং আজহার খান। ‘সিজনস গ্রিটিংস’ দিয়েই প্লে-ব্যাক গায়ক হিসেবে আত্মপ্রকাশ করছেন কুমার শানুর ছেলে জান।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.