Advertisement
Advertisement
Amitabh Bachchan

রামমন্দির উদ্বোধনের আগেই অযোধ্যায় জমি কিনে ফেললেন অমিতাভ! দাম কত?

সেভেন স্টার এনক্লেভে প্রায় ১০ হাজার স্কোয়্যার ফুটের জমি কিনে ফেলেছেন বিগ বি।

Amitabh Bachchan reportedly buys plot for home in Ayodhya Ram Temple consecration event | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:January 15, 2024 11:03 am
  • Updated:January 15, 2024 1:39 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রামমন্দিরের উদ্বোধনের আগেই অযোধ্যায় জমি কিনে ফেললেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। এমনই খবর পাওয়া গিয়েছে। জানা যাচ্ছে, মুম্বইয়ের নির্মাণ সংস্থা দ্য হাউস অফ অভিনন্দন লোধার (HoABL) সুবিশাল ‘দ্য সরয়ু’ প্রজেক্টে এই জমি কিনেছেন বিগ বি।

amitabh

Advertisement

রামমন্দিরের (Ram Temple) উদ্বোধনকে ঘিরে অযোধ্যায় এখন সাজো সাজো রব। সারা দেশে আমন্ত্রণপত্র পাঠানো হচ্ছে। বি-টাউনও বাদ যায়নি। অক্ষয় কুমার, কঙ্গনা রানাউত, মাধুরী দীক্ষিত, রণবীর কাপুর, আলিয়া ভাটদের পাশাপাশি অমিতাভও আমন্ত্রণ পত্র পেয়েছেন। সব কিছু ঠিকঠাক থাকলে, অনুষ্ঠানের দিন বিগ বি উপস্থিতও থাকবেন বলে খবর। তার আগেই কিনে ফেলেছেন প্রায় ১০ হাজার স্কোয়্যার ফুটের জমি। তাও আবার সেভেনস্টার মিক্স-ইউজ এনক্লেভ ‘দ্য সরয়ু’তে।

[আরও পড়ুন: রাধিকা আপ্তের পর সোনু সুদ, বিমানবন্দরে দুর্বিষহ অভিজ্ঞতা ‘মসিহা’র]

কত টাকায় এই জমি বলিউডের শাহেনশা কিনেছেন? তা কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত জানানো হয়নি। তবে সূত্রের খবর, এর জন্য বিগ বিকে ১৪ কোটি ৫ লক্ষ টাকা দিতে হয়েছে। শোনা গিয়েছে, অযোধ্যায় বাড়ি তৈরি করার জন্যই এই প্লট কিনেছেন অমিতাভ। অযোধ্যা তাঁর মনের খুব কাছের। এখানে ঐতিহ্য ও আধুনিকতার মিশেল রয়েছে। সেই কারণেই নাকি বিগ বি এখানে এক আস্তানা গড়ে তুলতে চান। এই জায়গাকে তিনি ‘গ্লোবাল স্পিরিচুয়াল ক্যাপিটাল’ও বলেছেন।

ইতিমধ্যেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়ে দিয়েছেন, অযোধ্যায় বিশ্বের সর্বপ্রথম সাততারা নিরামিষ হোটেল তৈরি হবে। রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর থেকেই অযোধ্যায় ভক্ত এবং পর্যটকদের সংখ্যা কয়েক গুণ বাড়বে বলেই আশা প্রশাসনের। সেই কারণেই ঢেলে সাজানো হচ্ছে শহরকে। গড়ে উঠছে নতুন নতুন হোটেল, রেস্তরাঁ। আর নিরামিষ সাততারা হোটেল তৈরি হলে দেশ-বিদেশের ভক্তদের সুবিধা হবে বলেই মনে করা হচ্ছে। ইতিমধ্যেই নাকি হোটেল তৈরির জন্য ২৫টা প্রস্তাব গিয়েছে প্রশাসনের কাছে।

[আরও পড়ুন: উজানস্রোতে নিজের কাছে ফেরার আশ্চর্য অভিযাত্রা, প্রকাশিত উজ্জ্বল সিনহার নতুন উপন্যাস]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement