সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগস্টের প্রথম সপ্তাহেই করোনাকে জয় করে বাড়ি ফিরেছেন বলিউড শাহেনশা। মারণ ভাইরাসকে হারিয়ে এখন দিব্যি সুস্থ রয়েছেন অমিতাভ। শুধু তাই নয়, করোনা জয়ের পর তিনি যে ইতিমধ্যেই স্বাভাবিক জীবনযাপন করা শুরু করে দিয়েছেন, তা অমিতাভ বচ্চনের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে চোখ রাখলেই বোঝা যায়। এবার করোনা থেকে সেরে ওঠার পরে এই প্রথম ঘরের বাইরে পা রাখলেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। পরিচারকদের নিয়ে নিজের বাংলোয় বৃক্ষরোপন করলেন মা তেজি বচ্চনের জন্মদিনে।
৪৪ বছর আগে ১৯৭৬ সালে প্রথম বচ্চনদের সাধের বাংলো প্রতীক্ষায় এক গুলমোহর গাছ লাগিয়েছিলেন অভিনেতা। তবে সম্প্রতি মুম্বইয়ে ঝড়-বৃষ্টির দাপটে সেই গাছ ভেঙে পড়ে যায়। দিন দুয়েক আগে স্বর্গীয় মাকে উৎসর্গ করে তাঁর জন্মদিনেই আরেকটি গুলমোহর গাছ লাগালেন অভিনেতা। একেবারে ঠিক সেই স্থানেই যেখানে আগের গাছটি ছিল। ইনস্টাগ্রামে গাছ লাগানোর বেশ কিছু ছবি শেয়ার করেছেন অমিতাভ। সেখানেই মাস্ক পরে, হাতে লাঠি নিয়ে গাছ লাগাতে দেখা গেল অমিতাভকে।
ক্যাপশনে বাবা হরিবংশ রাই বচ্চনের কবিতার লাইন উদ্ধৃত করে অমিতাভ লিখেছেন, “সেই বড় গুলমোহর গাছটি ঝড়ে উপড়ে গেল। আসলে প্রকৃতির তো এটাই নিয়ম। কোনও কিছুই স্থিতিশীল নয়। কিন্তু ধ্বংস হয়ে যাওয়া জিনিসকে পুনরায় গড়ে তুলতে না তো কেউ করেনি। রাতের আঁধারে প্রদীপ জ্বালতে তো কেউ মানা করেনি!”
নিজের ব্লগে অভিনেতা লিখেছেন, “আমরা যেখানেই যেতাম, মা সেই বাড়িটাই ফুলের বাগানে সাজিয়ে ফেলতেন। রোজ তাঁর ঘরে ফুল চাই-ই। গোলাপ খুব প্রিয় ছিল। তবে মা আর আমার দু’জনেরই প্রিয় ফুল মোগরা, পারিজাত। বিয়ের আগে মা যখন পাঞ্জাবের কলেজে পড়াতেন, ওঁর ছাত্রছাত্রীরা করিডোরে অপেক্ষা করত। মায়ের সুন্দর শাড়ি আর মাথায় লাগানো ফুলের গন্ধই ছিল তার কারণ।” মায়ের মতোই প্রতীক্ষায় সুগন্ধি ফুলের বাগান তৈরি করতে চান অমিতাভ। পরে জলসাতেও ফুলের বাগান করার ইচ্ছে রয়েছে তাঁর।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.