Advertisement
Advertisement

Breaking News

Goodbye Trailer

অমিতাভের সঙ্গে বলিউড ডেবিউ রশ্মিকার, ‘গুডবাই’-এর ট্রেলারে যত কাণ্ড শেষকৃত্য নিয়ে

পরিবারের গুরুত্ব বোঝাবে নতুন এই সিনেমা। কবে মুক্তি পাবে?

Amitabh Bachchan, Rashmika Mandanna starrer Goodbye Trailer is out | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:September 6, 2022 4:30 pm
  • Updated:September 6, 2022 4:30 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডে আরও এক দক্ষিণী তারকা। এবার নায়ক নয় নায়িকা। বলিউডে সফর শুরু করলেন অভিনেত্রী রশ্মিকা মন্দানা (Rashmika Mandanna)। তাও আবার অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) অনস্ক্রিন মেয়ে হিসেবে। মঙ্গলবারই প্রকাশ্যে এল বিকাশ বহেল পরিচালিত ‘গুডবাই’ (Goodbye Movie) ছবির ট্রেলার।

GoodBye-Movie 

Advertisement

একতা কাপুরের প্রযোজনায় ছবিটি পরিচালনা করেছেন বিকাশ বহেল। ছবিতে অমিতাভ বচ্চনের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন নীনা গুপ্ত (Neena Gupta)। ট্রেলার দেখে যেটুকু বোঝা যাচ্ছে সেই অনুযায়ী নীনা গুপ্তর চরিত্রের মৃত্যু হয়। আর শেষকৃত্যকে কেন্দ্র করেই যাবতীয় ঘটনা ঘটতে থাকে। পারিবারিক সম্পর্কের টানাপোড়েন, ভালবাসা, তিক্ততা ছবিতে ফুটিয়ে তুলেছেন পরিচালক বিকাশ বহেল। 

Amitabh-1

[আরও পড়ুন: বলিউডের হাল ফেরাবে আলিয়া-রণবীরের ‘ব্রহ্মাস্ত্র’! পাইরেসি আটকাতে কড়া নির্দেশ দিল্লি হাই কোর্টের]

২০২১ সালের ২ এপ্রিল ছবির শুটিং শুরু হয়। চলতি বছরের জুন মাসে শেষ হয় সে কাজ। তারপর পোস্ট প্রোডাকশনের কাজ শেষ করা হয়। কিছুদিন আগেই করোনামুক্ত হয়েছেন বিগ বি। ভারচুয়ালি তিনি ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠানে ছোটবেলার স্মৃতিচারণা করেন প্রযোজক একতা কাপুর। জানান, ছোটবেলা থেকেই তাঁর অমিতাভ বচ্চনের সঙ্গে কাজ করার ইচ্ছে ছিল। আরও কোনও তারকার সঙ্গে কাজ করার সাধ তাঁর নেই। বলিউডের তিন খানের সঙ্গেও না। 

একতা জানান, ছোটবেলা থেকেই তিনি অমিতাভের ভক্ত। এতদিনে তাঁর স্বপ্ন পূরণ হয়েছে। অমিতাভ, রশ্মিকা, নীনা ছাড়াও এ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সুনীল গ্রোভার, পাভেল গুলাটি, আশিস বিদ্যার্থী, এলি আব্রাহাম, সাহিল মেহতা, শিবিন নারাঙ্গ, অভিষেক খান। সংগীত পরিচালনার দায়িত্বে সামলেছেন অমিত ত্রিবেদী। আগামী ৭ অক্টোবর সিনেমা হলে মুক্তি পাবে ‘গুডবাই’। 

[আরও পড়ুন: আর ভরসা নেই বাবার উপর!, ‘কৃষ ফোর’ ছবির জন্য নতুন পরিচালক খুঁজছেন হৃত্বিক

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement