Advertisement
Advertisement
Amitabh about Dostojee

বাংলা ছবি ‘দোস্তজী’র ট্রেলার দেখে মুগ্ধ অমিতাভ বচ্চন, কী লিখলেন ভিডিও শেয়ার করে?

গত শুক্রবারই ৮টি আন্তর্জাতিক পুরস্কারজয়ী ছবির ট্রেলারটি প্রকাশ্যে এসেছে।

Amitabh Bachchan praises Bengali movie Dostojee | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:October 30, 2022 9:09 pm
  • Updated:October 30, 2022 9:09 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডের স্বপ্নের নায়ক হওয়ার আগে বেশ কিছুটা সময় কলকাতায় কাটিয়েছেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। তাই বাংলা ভাষাটা তিনি ভালই বোঝেন। বাংলা সিনেমার খবরাখবরও রাখেন বিগ বি। গত শুক্রবার ‘দোস্তজী’ (Dostojee) সিনেমার ট্রেলার প্রকাশ্যে এসেছে। আর তা দেখে অভিভূত বলিউডের শাহেনশা। 

Dostojee

Advertisement

‘দোস্তজী’র ট্রেলার নিজের টুইটার প্রোফাইলে শেয়ার করেছেন বিগ বি। আর ক্যাপশনে লিখেছেন, “তরুণ পরিচালক প্রসূণ চট্টোপাধ্যায়ের অসামান্য একটি ছবি ‘দোস্তজী’। সমস্ত জায়গায় ভীষণভাবে প্রশংসিত হচ্ছে ছবিটি। আমার তরফ থেকে শুভেচ্ছা রইল।”

[আরও পড়ুন: পেনের কালি শেষ, পরীক্ষায় ১০০ পাওয়া হল না নায়িকার! হাসির খোরাক ‘মাধবীলতা’ সিরিয়াল]

বাবরি মসজিদ ধ্বংস এবং বম্বে ব্লাস্টের প্রেক্ষাপটে দাঁড়িয়ে সীমান্ত এলাকার প্রত্যন্ত গ্রামের দুই ভিন্নধর্মী শিশুর বন্ধুত্বের গল্প বলে ‘দোস্তজী’। বিশ্বের ২৬টি দেশে চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে ছবিটি। ঝুলিতে রয়েছে ৮টি আন্তর্জাতিক পুরস্কার। ভারতীয় দর্শকের কাছে ছবিটি উপস্থাপনা করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়(Prosenjit Chatterjee)। শুক্রবার নিজের বাড়িতে কলাকুশলীদের ডেকে ছবির ট্রেলার প্রকাশ করেন তিনি। 

Dostojee-3

বিজয়ার শুভেচ্ছা জানাতে সাংবাদিক বন্ধুদের নিজের বাড়িতে ডেকেছিলেন প্রসেনজিৎ। সেখানেই ‘দোস্তজী’র টিমকে ডেকে ছবির উপস্থাপক হওয়ার কথাটি জানান। কথক টকিজের প্রযোজনায় তৈরি ছবিতে অভিনয় করেছেন আরিফ সেখ, আশিক সেখ, হাসনাহেনা মণ্ডলের মতো শিশুশিল্পীরা। সিনেম্যাটোগ্রাফির দায়িত্ব সামলেছেন তুহিন বিশ্বাস। প্রত্যেকে উপস্থিত ছিলেন প্রসেনজিতের বাড়িতে। আগামী ১১ নভেম্বর সিনেমা হলে মুক্তি পাবে ‘দোস্তজী’। ছবি গোটা টিম আত্মবিশ্বাসী। তাঁদের এই আত্মবিশ্বাস যেন আরও বাড়িয়ে দিল অমিতাভ বচ্চনের এই প্রশংসা। 

[আরও পড়ুন: বিয়ের আগে হবু স্ত্রী জয়াকে বিশেষ একটি শর্ত দিয়েছিলেন অমিতাভ বচ্চন, জানেন কী?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement