Advertisement
Advertisement

Breaking News

Malti Trailer

প্রকাশ্যে ‘মালতি’র ট্রেলার, ঝলক দেখে বাঙালি অভিনেত্রী কঙ্কনার প্রশংসায় পঞ্চমুখ অমিতাভ

সোশাল মিডিয়ায় বিগ বি শেয়ার করলেন 'মালতি'র ট্রেলার।

Amitabh Bachchan Praise Bengali Actress Kankana Chakraborty| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:November 22, 2023 9:18 pm
  • Updated:November 22, 2023 11:58 pm  

শম্পালী মৌলিক: অমিতাভ বচ্চনের সোশাল মিডিয়ার পেজে বাঙালি অভিনেত্রী কঙ্কনা চক্রবর্তীর নতুন ছবি ‘মালতি’র (Malti Trailer) ট্রেলার। মুম্বইয়ে বসে কঙ্কনা যখন খবরটা পেলেন, খুশিতে তাঁর চোখে জল! কঙ্কনার কথায়, ”আমাকে বিগবি খুব স্নেহ করেন। সেই কারণেই এমনটি করলেন তিনি।” কয়েকদিন আগে বিগবির সঙ্গে দেখা হয়েছিল কঙ্কনা। আড্ডার ফাঁকে ‘মালতি’ ছবির সম্পর্কে তাঁকে জানিয়ে ছিলেন অভিনেত্রী। কিন্তু ট্রেলার প্রকাশ পেতেই যে বিগ বি সেটা শেয়ার করবেন, তা ভাবতেও পারেননি কঙ্কনা। বলিউড শহেনশাহর এমন কাজে স্বাভাবিকভাবেই আপ্লুত বাঙালি কন্যা।

Advertisement

[আরও পড়ুন: ‘চেতনা’র জন্মদিনে অসুস্থ অরুণ মুখোপাধ্যায়, হাসপাতালের ভিডিও দিয়ে বিশেষ বার্তা সুজনের]

প্রকাশ্যে এসেছে পরিচালক ম্রুণাল মেস্ত্রির নতুন ছবি ‘মালতি’র ট্রেলার। এই ছবিতেই গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন কঙ্কনা। ছবির ঝলক দেখেই বোঝা যাচ্ছে, মালতির গল্প রহস্য মোড়া। আবহসঙ্গীতেও রোমাঞ্চের ছাপ। কঙ্কনা ছাড়াও এই ছবিতে রয়েছেন অ্যান্ড্রি ফরেস্ট, লক্ষ্মীকা নির্মলানন্দনের মতো অভিনেতারা।

[আরও পড়ুন: ‘ইন্ডাস্ট্রি সম্মান দেয়নি, ন্যায়বিচার করেছেন ঈশ্বর’, আক্ষেপে IFFI-র মঞ্চে কেঁদে ফেললেন সানি দেওল]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement