Advertisement
Advertisement

Breaking News

ক্যাটরিনার বিয়েতে কন্যাদান করলেন অমিতাভ! সোশ্যাল সাইটে কী ইঙ্গিত দিলেন অভিনেতা?

দেখুন ক্যাটরিনার সেই ছবি।

Amitabh Bachchan post some picture of Katrina Kaif reel life weeding
Published by: Bishakha Pal
  • Posted:January 25, 2020 5:12 pm
  • Updated:January 26, 2020 12:11 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কিছুদিন আগে খবরে এসেছিল ক্যাটরিনা কাইফকে এখন নাকি মিসেস কৌশল বলে সম্বোধন করা হচ্ছে। আর এখন অভিনেত্রীর এমন ছবি সামলে এল, তা দেখে হতবাক অনুরাগীরা। লেহেঙ্গা-চোলি আর ভারী গয়নার ক্যাটরিনাকে বধূর সাজে দেখা গিয়েছে। সঙ্গে ছিলেন অমিতাভ বচ্চন। শোনা যাচ্ছে, তিনি নাকি কন্যাদান করেছেন!

তবে কি সত্যিই বিয়ে হয়ে গেল ক্যাটরিনার? পাত্র কে? ভিকি কৌশল? একেবারেই না। এখনও ব্যাচেলারই রয়েছেন ক্যাট সুন্দরী। তিনি একটি গয়নার কোম্পানির ফটোশুট করতে গিয়েছিলেন। ছবিগুলি শুটিং ফ্লোর থেকেই তোলা। ওই বিজ্ঞাপনে ক্যাটরিনার বাবার ভূমিকায় অভিনয় করেছেন অমিতাভ বচ্চন। যদিও বিজ্ঞাপনটি এখনও প্রকাশ পায়নি। কিন্তু এই ছবিগুলি ইতিমধ্যেই ভাইরাল নেটদুনিয়ায়। অমিতাভ নিজেও শেয়ার করেছেন কয়েকটি ছবি। শুধু অমিতাভ বা ক্যাটরিনাই নয়, বিজ্ঞাপনে রয়েছেন জয়া বচ্চন, নাগার্জুনা, শিবরাজ কুমার ও প্রভু দেবাকে। ছবিগুলি শেয়ার করে অমিতাভ লিখেছেন, তিন সুপারস্টারের সঙ্গে কাজ করতে পেরে তিনি ধন্য।

Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

@amitabhbachchan ❤ and work takes us to wedding . . getting her married off . . subtle, simple and filled with the right emotions for the endorsed work that beckons us and the client we work for . . BUT the most historic moment for Jaya and me is this : 3 super star sons of 3 Legendary, Iconic Father’s of the Indian Film Industry . . from the left Nagarjuna , son of Legendary Akkineni Nageshwar Rao , idol of millions and the icon of Telugu Cinema .. Shivaraj Kumar , son of legendary and Iconic Dr Raaj Kumar of Kannada Cinema .. and extreme right , Prabhu deva , son of the Legendary, Idol iconic, Shivaji Ganesan of Tamil Cinema . . all of us working together in one project for a common client . . what an honour for Jaya and me .. the respect and the incredible following and presence of these icons of our Industry, is beyond expression . . I had the privilege and the great honour of meeting and spending time with all the three Legends .. I worked in remakes of films of Shivaji Ganesan and Dr Raaj Kumar .. and Nag gave me the honour of being in a project with his legendary Father Akkineni Nageshwara . . but what has been most special is the family bindings that we enjoy with each other – then and now .. so many special moments to describe .. but not enough time to do so now . . I touch their feet in reverence , not just for who they are, but the legacy of their immense cinematic work that they have left behind .. and – this is most important – the continuity of their presence in representation of their progeny ! their Father’s were the pillars of the cinema they inhabited .. stalwarts, the likes of which shall be impossible to be seen again . . a joy for me and Jaya to be in their midst . . good night . . Love @katrinakaif @shwetabachchan @bachchan #50yrsofBigB #BigB #amitabhbachchan ❤ #ABEFTeam #bachchan #amitabh #bollywood ❤ #jayabachchan #abhishekbachchan #aishwaryaraibachchan #gulabositabo #aishwaryarai #photography #navyananda #shwetabachchan #BRAHMASTRA #ThugsOfHindostan #shahrukhkhan #JHUND #katrinakaif #آمیتاب_باچان #بالیوود #بازیگر #خواننده #نویسنده #کارگردان #کاتریناکیف

A post shared by Amitabh Bachchan (@amitabhbachchan.ab) on

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

@amitabhbachchan ❤ and the tragedies continue and bring immense sadness .. and uncertainty .. and fear and questions .. unanswered they remain dangling ominously above , perhaps to drop by any moment with explanations .. but explanations do not the soul be in satisfaction .. saturated at times yes, but never fulfilled . . and when time spills over in the distress and pain the valves shut .. pain in its invisibility , beckons towards other and others .. and the others be the cycle of work .. work that life believes be the moving time wheel . . work belies the conditions that profession and professionalism declares .. it never reads the conditioning of the mind or body .. it simply and merely seeks the act of demanded professional attribute . . so be it . . read not the body and the smile and the laughter of dance . . read within . . the within remains veiled in the disguise of the profession . . @shwetabachchan @bachchan #50yrsofBigB #BigB #amitabhbachchan ❤ #ABEFTeam #bachchan #amitabh #bollywood ❤ #jayabachchan #abhishekbachchan #aishwaryaraibachchan #gulabositabo #aishwaryarai #photography #navyananda #shwetabachchan #BRAHMASTRA #ThugsOfHindostan #shahrukhkhan #JHUND #آمیتاب_باچان #بالیوود #بازیگر #خواننده #نویسنده #کارگردان

A post shared by Amitabh Bachchan (@amitabhbachchan.ab) on

[ আরও পড়ুন: ‘বউয়ের পোশাক পরেছ নাকি?’, অদ্ভূত সাজে ফের ট্রোলের শিকার রণবীর ]

ক্যাটরিনা কাইফের সঙ্গে ভিকি কৌশলের সম্পর্ক এখন বলিউডের ওপেন সিক্রেট। প্রথম দিন থেকেই নাকি তাঁরা একে অপরের সান্নিধ্য পছন্দ করতে শুরু করেন। যদিও বন্ধুরা বলছেন, ভিকি ও ক্যাট শুধুই বন্ধু। এর বেশি কিছু নয়। কিন্তু দু’জনের ঘনিষ্ঠতা কিন্তু অন্য কথা বলছে। একটি অনুষ্ঠানে গিয়ে ক্যাটকে দরাজ সার্টিফিকেট দিয়েছিলেন ভিকি। ক্যাটরিনাও ‘কফি উইথ করণ’-এ এসে ভিকির তারিফ করেছিলেন। তারপর থেকেই নাকি তাঁদের মধ্যে গড়ে ওঠে বন্ধুত্ব। সেই সম্পর্কই নাকি এখন ঘনিষ্ঠতার পথে। আলি আব্বাস জাফরের জন্মদিনের পার্টিতে তাঁদের একসঙ্গে দেখা যায়। তার পর থেকে নেটিজেনরা অভিনেত্রীকে ‘মিসেস কৌশল’ বলে সম্বোধন করন। এছাড়া এও শোনা গিয়েছিল ক্যাটরিনার সঙ্গে সম্পর্কটাকে খুব সিরিয়াসলি নিচ্ছেন ভিকি। এমনকী তাঁর পরিবারেরও নাকি ক্যাট সুন্দরীকে অপছন্দ নয়। তাই ভিকিও সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে চান। আর ক্যাটরিনারও তাতে কোনও আপত্তি নেই। তাই বধূর সাজে ক্যাটরিনার ছবি প্রকাশ পাওয়ার পর নেটিজেনরা ভেবেছিলেন সত্যিই হয়তো গোপনে বিয়ে সেরে ফেলেছেন অভিনেত্রী। কিন্তু হতাশ হতে হয় তাদের। অমিতাভই জানান, রিয়েল নয়, রিল লাইফে বিয়ে হয়েছে ক্যাট সুন্দরীর।

[ আরও পড়ুন: ফাঁস হল ‘বব বিশ্বাস’-এর লুক, অভিষেককে টুইট করে কী বললেন প্রযোজক শাহরুখ? ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement