সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মানুষ কি চায়? কীভাবে সুখী হতে পারে তারা? এই প্রশ্নের বোধহয় কোনও নির্দিষ্ট উত্তর হতে পারে না৷ বহু বিতর্কিত এই প্রশ্নের উত্তর খুঁজে দিয়েছে একটি সেলফি৷ অবাক হচ্ছেন? ভাবছেন এ আবার কী? ওই সেলফি উত্তর দিয়েছে, ভাল থাকতে চাইলে শুধুমাত্র মনের কথা শুনুন৷
সম্প্রতি কচিকাঁচাদের হাসিমুখের একটি সেলফি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়৷ ওই ছবিটিতে দেখা যায় পাঁচটি শিশু ছাপোষা পোশাকে গ্রামের রাস্তার ভিতর দাঁড়িয়ে সেলফি তুলছে৷ তবে তাদের হাতে স্মার্টফোন নেই৷ তাতে তাদের দুঃখও নেই৷ বরং মুখে চোখে হাসির ঝিলিক৷ স্মার্টফোন নেই তো কী? জুতো হাতেই সেলফি তোলে খুদেরা৷ কোনও অজ্ঞাতপরিচয় এক আলোকচিত্রী দূর থেকে কচিকাঁচাদের কীর্তি ফ্রেমবন্দি করেন৷ নেটদুনিয়ার দৌলতে ছবিটি ভাইরাল হতে বেশি সময় লাগেনি৷ ছবি দেখে বেশ খুশি হয়েছেন নেটিজেনরা৷ মন যা চায় তা করলেই খুশি থাকা যায়, এই ছবি দেখে এমনই প্রতিক্রিয়া অনেকের৷
একই সুর অনুপম খেরের গলাতেও৷ তিনি বি-টাউনের তারকাদের মধ্যে প্রথম ছবিটি টুইটারে শেয়ার করেন৷
“Things turn out best for the people who make the best of the way things turn out.”:) #Attitude #Innocence #HeartWarming #SelfieWithAFootwear pic.twitter.com/Q6HOiyEkV5
— Anupam Kher (@AnupamPKher) February 3, 2019
এরপর একে একে বোমান ইরানি, সুনীল শেট্টি ওই ছবি টুইট করেন৷ মানসিক শান্তি সুখী জীবনের চাবিকাঠি বলেই দাবি সকলের৷
“You’re only as happy as you choose to be”. A saying that holds true for one and all!!
And I’m sure this selfie deserves more likes than most. pic.twitter.com/KafEzq3mg8— Boman Irani (@bomanirani) February 3, 2019
কিন্তু স্লিপার সেলফি প্রসঙ্গে উলটো স্রোতে হাঁটছেন অমিতাভ বচ্চন৷ তাঁর মন্তব্য, এই ছবিটিকে ফটোশপের মাধ্যমে তৈরি করা হয়েছে৷ যে শিশুটি জুতো হাতে দাঁড়িয়ে রয়েছে তার দু’টি হাতে বিস্তর ফারাক রয়েছে৷ ফটোশপ করা কোনও ছবি নিয়ে নেটিজেনদের মাতামাতি না করার পরামর্শও দিয়েছেন বিগ বি৷
.. with due respect and apology .. i feel this is photoshopped .. notice that the hand that holds the chappal is different than the rest of his body in size .. to his other hand by his side !!
— Amitabh Bachchan (@SrBachchan) February 3, 2019
যদিও বিগ বি-র কথা মানতে পারছেন না নেটিজেনদের একাংশ৷ তাঁদের দাবি, ভাইরাল হওয়া ‘স্লিপার সেলফি’-র মাধ্যমে কচিকাঁচারা বুঝিয়ে দিয়েছে মন চাইলেই সুখী হওয়া যায়৷ বিনা কারণেই ফটোশপের তত্ত্ব খাড়া করে বিতর্ক তৈরির চেষ্টা করছেন অমিতাভ, অভিযোগের সুর নেটিজেনদের গলায়৷
Not photoshopped. One kid is wearing the other chappal.
And he is the only one who wears one. They show beautifully… happiness is not what you have, happiness is who you are ! pic.twitter.com/cDqN3Pe3Ye— Arpita 🇮🇳 (@arpita_dg) February 4, 2019
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.