Advertisement
Advertisement
Amitabh Bachchan

‘স্বর্গলোকে নক্ষত্ররা’, অমিতাভের ধর্মনিরপেক্ষ পোস্টে শ্যাম-জাকির, রতন-মনমোহন

হিন্দু-মুসলিম, শিখ-পারসি নয়! শাহেনশার পোস্টে একটুকরো ভারত।

Amitabh Bachchan on how India mourned its 4 icons: Pic says it all
Published by: Sandipta Bhanja
  • Posted:January 3, 2025 5:39 pm
  • Updated:January 3, 2025 5:39 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চব্বিশ সাল কেড়ে নিয়েছে দেশের চার রত্নকে। অভিনয় জগৎ, সঙ্গীত জগৎ থেকে রাজনীতি, শিল্পদুনিয়া খালি হয়েছে একের পর সিংহাসন। নতুন বছরে পা রাখলেও সেই শোক এখনও দেশবাসীর মনে টাটকা! প্রথমে রতন টাটা (Ratan Tata), তার পর জাকির হুসেন (Zakir Hussain), একে একে পরলোকের উদ্দেশে রওনা হয়েছেন মনমোহন সিং (Manmohan Singh), শ্যাম বেনেগালরা (Shyam Benegal)। প্রয়াত সেই নক্ষত্রদের নিয়ে পোস্টে করেই ধর্মনিরপেক্ষ ভারতের কথা মনে করিয়ে দিলেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)।

সতীশ আচার্যর আঁকা কার্টুন শেয়ার করে বলিউড শাহেনশা মনে করিয়ে দিলেন, “২০২৪ সালে একজন পারসি, একজন মুসলিম, একজন হিন্দু, একজন শিখ প্রয়াত হয়েছেন, কিন্তু গোটা দেশ ওঁদের শ্রদ্ধার্ঘ্য জানানোর পাশাপাশি মনে রাখবে ভারতীয় হিসেবে।” ছবি দেখে মনে হচ্ছে যেন স্বর্গলোকে জাকির, রতন, মনমোহন, শ্যামরা আড্ডায় মেতে। ক্যাপশনে লেখা- ‘ছবি কথা বলে।’ অমিতাভ আরও একবার মনে করিয়ে দিলেন এই দেশ ধর্মনিরপেক্ষ। এবং সর্ব ধর্ম সমন্বয়ে বিশ্বাসী। কার্টুনিস্ট নিজেও অমিতাভকে ধন্যবাদ জানিয়েছেন তাঁর আঁকা শেয়ার করার জন্য। সেই পোস্ট আপাতত দেদার গতিতে ভাইরাল নেটপাড়ায়।

Advertisement

২০২৪ সালের ৯ অক্টোবর প্রয়াত হন শিল্পপতি রতন টাটা। ব্রিজ ক্যান্ডি হাসপাতালে জীবনাবসান হয় তাঁর। টাটা গোষ্ঠীকে আন্তর্জাতিক স্তরে নিয়ে যাওয়ার নেপথ্যের কারিগর তিনি। পদ্মসম্মানেও ভূষিত হয়েছেন। এরপর ডিসেম্বর মাসের মাঝামাঝি ১৫ তারিখ পরলোকের উদ্দেশে রওনা হন শিল্পী জাকির হুসেন। পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ তিনটিই রয়েছে উস্তাদের ঝুলিতে। ২৬ ডিসেম্বর প্রয়াত হন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত ছিলেন অর্থমন্ত্রী। উদার অর্থনীতিকরণের মুখ্য রূপকার তিনিই। ২০০৪ এবং ২০০৯ সালে পরপর দুবার মনমোহন সিং প্রধানমন্ত্রী হন। অন্যদিকে ৯০ বছর বয়সে ২৩ ডিসেম্বর প্রয়াত হন ভারতীয় সিনেমার কিংবদন্তি পরিচালক শ্যাম বেনেগল। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। ১৯৭০ থেকে ১৯৮০ দশকে ভারতীয় চলচ্চিত্র জগতকে তিনি উপহার দিয়েছেন একের পর এক সিনেমা। ‘মন্থন’, ‘অঙ্কুর’, ‘ভূমিকা’, ‘জুনুন’, ‘মান্ডি’, ‘নিশান্ত’ ভারতীয় সিনেমার মাইলফলক। ২০২৫ সালের গোড়াতে সেই চার ব্যক্তিত্বকে সতীশ আচার্যের আঁকা কার্টুনের মাধ্যমে স্মরণ করে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিলেন অমিতাভ বচ্চন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement