Advertisement
Advertisement
Maldives Issue

‘আত্মনির্ভর ভারতকে হুমকি নয়’, মালদ্বীপ ইস্যুতে সুর চড়িয়ে এক ঢিলে দুই পাখি মারলেন অমিতাভ

দেশ ও প্রধানমন্ত্রীর অপমানের বদলা বিগ বি'র!

Amitabh Bachchan on Anti-India Remarks by Maldives Ministers | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Sandipta Bhanja
  • Posted:January 8, 2024 12:24 pm
  • Updated:January 8, 2024 12:24 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের অপমানে মালদ্বীপকে বয়কট করার জন্য রবিবারই সুর গরম করেছিলেন ভারতীয় তারকারা। অক্ষয় কুমার, কঙ্গনা রানাউত, সারা আলি খান থেকে শচীন তেণ্ডুলকর, হার্দিক পান্ডিয়ার মতো তারকারা একযোগে মালদ্বীপের (Maldives Row) সমালোচনায় মুখর হয়ে ভারতের ‘অতিথি দেব ভব’ সংস্কৃতির পাঠ দিয়েছেন তাঁরা। এবার আত্মনির্ভর ভারতের কথা বলে মালদ্বীপের বিরুদ্ধে সুর চড়ালেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)।

বিনোদুনিয়া থেকে ক্রীড়াজগতের ব্যক্তিত্বরা, একযোগে সকলের প্রতিবাদ, ‘দেশের অপমান সইব না।’ ঘটনার সূত্রপাত নরেন্দ্র মোদির লাক্ষাদ্বীপ সফর থেকে। সেই সমুদ্র সৈকতে প্রধানমন্ত্রীর রঙিন মেজাজের ছবি দেখে মালদ্বীপের নেতা-মন্ত্রীরা কটাক্ষ করতে শুরু করেন। শুধু তাই নয়, ভারতের সমুদ্রসৈকতগুলোকে নোংরা, দুর্গন্ধে ভরা বলেও বিদ্রুপ করেন। ওই মন্ত্রীদের বরখাস্ত করা হলেও ভারতীয় নেটিজেনদের রাগ কিন্তু ছাই চাপা আগুনের মতো জ্বলছে! সেই প্রেক্ষিতেই অক্ষয় কুমার, টাইগার শ্রফ, জন আব্রাহাম থেকে শ্রদ্ধা কাপুরের মতো তারকারা মালদ্বীপের মন্ত্রীর ওই বিতর্কিত মন্তব্যের শুধু প্রতিবাদই করেননি। বরং ভারতীয় টুরিজমের প্রচারও করছেন তাঁরা। এবার লাক্ষাদ্বীপের একগুচ্ছ ছবি শেয়ার করে মালদ্বীপকে মোক্ষম জবাব ছুঁড়লেন অমিতাভ বচ্চন।

Advertisement

[আরও পড়ুন: লোকসভা ভোটের আগে আচমকাই রণবীর-আলিয়ার বাড়িতে RSS নেতা, কেন?]

বীরেন্দ্র শেহবাগের প্রতিবাদী টুইটের প্রেক্ষিতে বিগ বি এক্স হ্যান্ডেলে লিখেছেন, “এটা খুবই প্রাসঙ্গিক। আমাদের নিজেদের দেশেই সবথেকে ভালো জায়গা রয়েছে ঘোরার। আমি নিজেও লাক্ষাদ্বীপ এবং আন্দামানে গিয়েছি। এবং লোকেশন হিসেবে দারুণ অভূতপূর্ব জায়গা। অসাধারণ নীল জলরাশি, সমুদ্র সৈকত এবং সমুদ্র গভীরে জলের তলায় যে অভিজ্ঞতা হয়েছে আমার, তা এককথায় অবিশ্বাস্য‍! আমরা ভারত। আমরা আত্মনির্ভর। আর আমাদের আত্মনির্ভরতাকে হুমকি দেবেন না। জয় হিন্দ।” দেশ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অপমানের বদলায় যে অমিতাভ বচ্চন এক ঢিলে দুই পাখি মারলেন, তা বলাই বাহুল্য।

[আরও পড়ুন: মোদিকে ‘ভাঁড়’ বলে কটাক্ষ মালদ্বীপের মন্ত্রীর, সূচাগ্র মেদিনি ছাড়লেন না সলমন! চড়ালেন সুর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement