Advertisement
Advertisement

Breaking News

Amitabh Bachchan

কড়া নিরাপত্তার ঘেরাটোপে অযোধ্যায় অমিতাভ, শুভ কাজের আগে পুজো দিলেন রামমন্দিরে

কোন শুভ কাজের আগে রামমন্দিরে পুজো দিলেন বিগ বি?

Amitabh Bachchan offers prayers at Ram Mandir in Ayodhya | Sangbad Pratidin

ছবি: এক্স হ্যান্ডেল

Published by: Sandipta Bhanja
  • Posted:February 9, 2024 1:43 pm
  • Updated:February 10, 2024 4:57 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিন কয়েক আগেই শোনা গিয়েছিল যে, ২২ তারিখ রামলালার প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠানে যোগ দেওয়ার পর ফের রামজন্মভূমিতে যাচ্ছেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। সেই জল্পনায় এবার সিলমোহর। ৯ ফেব্রুয়ারি, শুক্রবার অযোধ্যায় পৌঁছেই রামমন্দিরে (Ram Mandir) পুজো দিতে গেলেন বিগ বি।

এদিন সকালে কড়া নিরাপত্তা বেষ্টনীর ঘেরাটোপে রামলালার মন্দিরে গিয়েছেন অমিতাভ বচ্চন। পরনে সাদা পাঞ্জাবি-পাজামা। গেরুয়া ‘মোদি কোট’। রামলালার মূর্তির সামনে করজোড়ে প্রার্থনারত দেখা গেল বিগ বি’কে। শুভ কাজের আগেই রামমন্দিরে পুজো দিলেন তিনি। অযোধ্যায় (Ayodhya) মন্দির উদ্বোধনের আগেই জমি কিনেছেন। এমনকী রামলালার প্রাণপ্রতিষ্ঠার অনুষ্ঠানে ছেলে অভিষেক বচ্চনকে নিয়ে সশরীরে হাজিরও হয়েছিলেন অমিতাভ (Amitabh Bachchan)। সেদিন কিন্তু তারকাদের ভীড়ের মধ্যে একমাত্র বিগ বি’র সঙ্গেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কুশলমঙ্গল বিনিময় করতে দেখা গিয়েছিল। এবার সাতসকালে রামমন্দিরে পুজো দিতে দেখা গেল তাঁকে। কিন্তু এত ঘন ঘন অমিতাভের অযোধ্যা যাওয়ার কারণ কী?

Advertisement

[আরও পড়ুন: ‘আর্টিক্যাল ৩৭০’ ছবি লোকসভা জেতার অস্ত্র? বিতর্ক বাড়তেই রামমন্দির টেনে বিস্ফোরক পরিচালক!]

বলিউড মাধ্যম সূত্রে খবর,কোনও সিনেমার কাজে নয়, ৯ ফেব্রুয়ারি অযোধ্যায় বিগ বি পা রেখেছেন একটা বিশেষ কাজে। এক জনপ্রিয় গয়না প্রস্তুতকারক সংস্থার বিপণনী দূত হিসেবেই রামজন্মভূমিতে উপস্থিত হয়েছেন তিনি। শুক্রবার সেখানে ওই সংস্থার নতুন শো রুমের উদ্বোধন করবেন বলিউড শাহেনশা। সেই প্রেক্ষিতেই অযোধ্যা যাওয়া। আর তার প্রাক্কালেই রামলালার দর্শন সেরে এলেন অমিতাভ বচ্চন।

[আরও পড়ুন: দেবের রাজনৈতিক ভবিষ্যৎ কী? জল্পনার মাঝেই অভিষেকের সঙ্গে বৈঠকে তারকা সাংসদ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement