Advertisement
Advertisement

Breaking News

Amitabh Bachchan

জলসার বাইরে জনঅরণ্য! ‘অভুক্ত’ খুদে ফুলওয়ালির থেকে ৫ হাজার টাকার ‘গজরা’ কিনলেন অমিতাভ

চোখে জল খোদ শাহেনশা'র।

Amitabh Bachchan meets fans at Jalsa, gave ₹5000 to girl selling gajra | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:July 10, 2023 5:36 pm
  • Updated:July 10, 2023 5:37 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি সুপারস্টার। অমিতাভ বচ্চন। তাঁকে দেখা ভক্তদের কাছে ভগবান দর্শনের মতোই। তাই বিগত চার দশক ধরে প্রতি রবিবার জলসার দরবারে আসেন ‘বলিউড শাহেনশা’। সেই বারান্দা থেকেই অমিতাভ বচ্চন ভক্তদের দর্শন দেন। এই রবিবারও তার অন্যথা হয়নি। জলসা বাংলোর বাইরে জনঅরণ্য। থিকথিক করছে লোক। বিগ বি এলেন। আর মন জয় করে নিলেন।

অনুরাগীদের সঙ্গে মশকরা করার পাশাপাশি অটোগ্রাফ সই করলেন। তবে নজর কাড়ল অমিতাভ বচ্চনের পরনে হুডি। যেটায় লেখা- ‘প্রজেক্ট কে’। তার আগামী ছবির নাম। যে সিনেমায় প্রভাস, দীপিকা পাড়ুকোন, কমল হাসানের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন বিগ বি। মেগাস্টারকে দেখে ততোধিক উচ্ছ্বাসে ফেটে পড়লেন জলসার বাইরের ভীড়। অমিতাভ নিজেই সেই ভিডিও শেয়ার করেছেন ইনস্টাগ্রামে।

Advertisement

উল্লেখ্য, এদিন ব্লগিংয়েও ১১ বছর পূর্তি করেন অমিতাভ বচ্চন। সেই উপলক্ষে রবিবার রাতে তাঁর ব্লগে শেয়ার করেন এক মন ছুঁয়ে যাওয়া ঘটনার কথা। বৃষ্টি ভেজা মুম্বইয়ের রাস্তায় যখন যানজটে আটকে ছিলেন অমিতাভ, ঠিক সেই সময়েই এক খুদে মেয়ে এসে তাঁর গাড়ির পাশে ফুল বিক্রি করার জন্য দাঁড়ায়। বিগ বির কথায়, সেই মেয়েটির হাত হয়তো গাড়ির দরজা অবধি ঠিক করে পৌঁছচ্ছিল না। কিন্তু কাঁচ অবধি ফুলগুলো দেখানোর জন্য হাত তুলে তার আপ্রাণ চেষ্টা। হয়তো ও অভুক্ত ছিল। যেভাবে সকলে তুচ্ছ-তাচ্ছিল্য করে ফিরিয়ে দেয়, সেকথা ভেবেই ভীত-সন্ত্রস্ত মুখে দাঁড়িয়ে ছিল। একটা কথাও বলল না। শুধু গাড়ির কাঁচ অবধি ফুলগুলো তুলে দেখাল। তারপর?

[আরও পড়ুন: দিদি প্রিয়াঙ্কার মতোই ‘স্মার্ট খিলাড়ি’! বিয়ের আগেই ব্যবসা শুরু করলেন পরিণীতি চোপড়া]

অমিতাভ বচ্চন নিজে গাড়ির জানলার কাঁচ নামিয়ে কথা বলেন সেই খুদে ফুলওয়ালির সঙ্গে। নিরাপত্তারক্ষীরা থাকলে হয়তো সেটা করতে পারতেন না। সেদিন কাউকে সঙ্গে নেননি তিনি। জিজ্ঞেস করেন কী চাই তাঁর? গজরার বিনিময়ে সে যখন মাত্র ৫০০ টাকা চেয়েছিল, বিগ বি তখন তাঁর হাতে ৪-৫ হাজার টাকা গুঁজে দেন ফুল কিনে। অমিতাভ লিখলেন, “ওর মুখের অভিব্যক্তি তখন যেরকম হয়েছিল সেকথা লিখতে বসে আমার চোখে জল চলে আসছে। ওই সরলতামাখা মুখটা কখনও ভুলব না।”

[আরও পড়ুন: শাহরুখের ‘লাক-ফ্যাক্টর’ দীপিকা! ‘জওয়ান’-এ শাড়ি পরেই দুর্ধর্ষ অ্যাকশন নায়িকার, বড় চমক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement