Advertisement
Advertisement
Amitabh Bachchan

‘যাওয়ার সময় হল…’ হঠাৎ এমন কেন বললেন অমিতাভ? ফাঁস করলেন বিগ বি নিজেই

সমস্ত রহস্যের সমাপ্তি ঘটেছে ‘কৌন বনেগা ক্রোড়পতি’ সিজন ১৬-র সাম্প্রতিকতম এপিসোডে।

Amitabh Bachchan is may be taking retirement from acting & KBC
Published by: Biswadip Dey
  • Posted:February 28, 2025 8:46 pm
  • Updated:February 28, 2025 9:13 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘কৌন বনেগা ক্রোড়পতি’ আর তিনি অঙ্গাঙ্গী ভাবে জড়িত দুটো নাম। সেই অমিতাভ বচ্চন কি এবার বিদায় জানাচ্ছেন ‘কেবিসি’কে? এই মাসের শুরুতে একটি পোস্টে সেই জল্পনা উসকে দিয়েছিলেন খোদ বিগ বি। এমনকী, এমনও মনে করা হচ্ছিল তিনি ওই গেম শো-ই নয়, একেবারে রুপোলি পর্দা থেকেই বিদায় নিতে চলেছেন। কেউ কেউ তাঁর স্বাস্থ্য নিয়েও উদ্বেগ প্রকাশ করতে থাকেন। কিন্তু অবশেষে সমস্ত জল্পনা শেষ করলেন অমিতাভ। জানিয়ে দিলেন, তাঁর ওই রহস্যময় পোস্টের অর্থ কী।

সমস্ত রহস্যের সমাপ্তি ঘটেছে ‘কৌন বনেগা ক্রোড়পতি’ সিজন ১৬-র সাম্প্রতিকতম এপিসোডে। সেই পর্বের যে প্রোমো প্রকাশ্যে এসেছে সেখানে বিগ বি এক ভক্তের নাচের আর্জিতে সাড়া দিতে গিয়ে কী বলছেন, তাও নজরে এসেছে সকলের। বচ্চন বলেছেন, ”কে নাচবে? আরে ভাই, নাচার জন্য আমাকে কেউ এখানে আনেনি।” এরপরই এক ভক্ত জানতে চান, অমিতাভ বচ্চন যে কয়েকদিন আগে ‘যাওয়ার সময় হল’ লিখেছিলেন, সেটার অর্থ কী? তখন অমিতাভ বলে ওঠেন, ”যাওয়ার সময় হল অর্থাৎ…” গোটা অডিয়েন্স চেঁচিয়ে ওঠে, ”আপনি কোথাও যেতে পারবেন না।”

Advertisement

এরপরই বিগ বি বলে ওঠেন, ”আরে ভাই, আমার কাজে যাওয়ার সময় হল। আশ্চর্য কথা বলো বটে বন্ধুরা। আর যখন রাত দুটোর সময় আমার ছুটি হয় তখন বাড়ি ফিরতে ফিরতে আরও দেরি হয়ে যায়। সেটাই লিখতে লিখতে আমার ঘুম পেয়ে গিয়েছিল… তাই সেটা অসমাপ্তই থেকে গিয়েছিল। যাওয়ার সময় অথচ আমিই কিনা ঘুমিয়ে পড়লাম!” অমিতাভের এমন রসস্নিগ্ধ উত্তরে সকলেই অবাক। এই অংশটুকুও ভাইরাল হয়ে গিয়েছে। বয়স ৮০ পেরোলে কী হবে, ‘তরুণ’ অমিতাভের জৌলুস যে এতটুকু কমেনি তা যেন ফের প্রমাণিত হয়ে গেল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement