Advertisement
Advertisement

Breaking News

Amitabh Bachchan

হাসপাতাল থেকে ছাড়া পেলেন অমিতাভ, কেন বিগ বি-র অসুস্থতার খবর চেপে রাখতে চেয়েছিল পরিবার?

কেমন আছেন এখন অমিতাভ বচ্চন?

Amitabh Bachchan health update: discharged from hospital, back home
Published by: Sandipta Bhanja
  • Posted:March 15, 2024 5:30 pm
  • Updated:March 15, 2024 5:30 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি ছিলেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছে বিগ বির। বলিউড ‘শাহেনশা’র অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই অনুরাগীদের কপালে ভাঁজ পড়ে যায়। শুক্রবার দিনভর অমিতাভের আরোগ্য কামনায় রত থাকেন ভক্তরা। তবে এদিন বিকেলেই হাসপাতাল থেকে ছাড়া পেলেন বিগ বি।

শুক্রবার বিকেল নাগাদ বাড়ি ফেরেন অমিতাভ। কেমন আছেন এখন? জানা গিয়েছে, ছেলে অভিষেক এবং নাতি অগস্ত্যর সঙ্গে সময় কাটাবেন বলে মুখিয়ে রয়েছেন বিগ বি। ঘনিষ্ঠ পারিবারিক সূত্রে খবর, অমিতাভের অসুস্থতা নিয়ে এত সংবাদ পড়ে বিরক্ত বচ্চন পরিবার! তাঁদের কথায়, ঠিক এইজন্যই অমিতাভের অসুস্থতার কোনও খবর প্রকাশ্যে আনতে চায় না পরিবার। ঝটপট যে যেভাবে পারেন, সংবাদের শিরোনাম তৈরি হয়ে যায়। সত্যিই কী অ্যাঞ্জিওপ্লাস্টি হয় অমিতাভের?

Advertisement

এপ্রসঙ্গে ওই ঘনিষ্ঠ সূত্রের মন্তব্য, “উনি নিয়মিত চেকআপের জন্য গিয়েছিলেন হাসপাতালে। মারাত্মক কিছু নয়! একাধিক রুটিন টেস্ট করান এবং বাড়ি ফিরে আসেন। সন্ধেয় নিজের প্রিয় চেয়ারে বসে আইসিসি ক্রিকেট ম্যাচ দেখবেন বলে প্রস্তুত হচ্ছেন তিনি। অভিষেক-অগস্ত্যও থাকবেন ওঁর সঙ্গে।”

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement