Advertisement
Advertisement

Breaking News

Amitabh Bachchan

রেগে গিয়ে এলন মাস্ককে জব্বর টুইট অমিতাভের, শেষমেশ ব্লু টিক ফিরে পেলেন বিগ বি?

কী লিখেছিলেন অমিতাভ?

Amitabh Bachchan has a hilarious response to losing his blue tick verification on Twitter| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:April 22, 2023 9:36 am
  • Updated:April 22, 2023 9:36 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টুক করে টুইটারে নামের পাশ থেকে উড়ে গেল ব্লু টিক। হতবাক সেলেবরা। তবে এলন মাস্ক তো আগেই বলেছিলেন ২০ এপ্রিল থেকে ব্লুটিকের ক্ষেত্রে আসছে অজস্র নিয়ম। যেমন কথা, তেমন কাজ। কিন্তু দুম করে ব্লু টিক হারিয়ে অস্থির অমিতাভ বচ্চন থেকে শাহরুখ, সলমন, প্রসেনজিৎ, দেবরা। তবে অবশেষে ব্লু টিক ফেরত পেয়েছেন অমিতাভ। আর তা নিয়ে বেশ খুশি।

তা কীভাবে এই কাণ্ড ঘটালেন তিনি?

Advertisement

সুযোগ পেলেই সোশ্যাল মিডিয়ায় রসিকতা শুরু করেন বিগ বি। এবারও সেটাই করলেন। ব্লুটিক হারিয়ে একেবারে নিজের কায়দায় এলন মাস্কের উদ্দেশে করলেন টুইট। মজা করে লিখলেন, ”ও টুইটার ভাই! শুনতে পাচ্ছেন? এ বার তো টাকা দিয়ে দিয়েছি… ওই যে নীল টিকটা হয় না, আমার নামের আগে আবার জুড়ে দিন, তা হলে লোকজন বুঝবে আমিই সেই অমিতাভ বচ্চন… হাত তো আগেই জোড় করেছি। এ বার কি পা ধরব?”

[আরও পড়ুন: ‘একে একে সবাই ছেড়ে চলে যাচ্ছে’, পামেলা চোপড়ার প্রয়াণে ভেঙে পড়েছেন অমিতাভ বচ্চন ]

এলন মাস্ক অমিতাভের এই টুইট দেখেছেন কিনা জানা নেই। তবে রাতারাতিই নিজের প্রোফাইলে ব্লু টিক ফিরিয়ে এনেছেন বিগ বি। তবে এখনও ব্লুটিক ফিরে পাননি শাহরুখ, সলমনরা।

[আরও পড়ুন: প্রথম সন্তানের জন্ম দেবে গৌরী, সাধ্য না থাকলেও এই কাজটি করে ফেলেছিলেন শাহরুখ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement