Advertisement
Advertisement

Breaking News

Chehre trailer

রিয়ার কয়েক সেকেন্ডের উপস্থিতি, ‘চেহরে’র ট্রেলারে অমিতাভ বচ্চন-ইমরান হাসমির দ্বৈরথ

প্রয়াত সুশান্ত সিং রাজপুতের প্রেমিকা বলেই কি ছবির প্রচারে ব্রাত্য রিয়া চক্রবর্তী? দেখুন ভিডিও।

Chehre trailer: Amitabh Bachchan, Emraan Hashmi starrer movie's trailer fleeting appearance of Rhea Chakraborty | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:March 18, 2021 3:00 pm
  • Updated:March 24, 2021 8:30 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১৯ সালের ১০ মে শুরু হয়েছিল ‘চেহরে’ (Chehre) ছবির শুটিং। তখনও বলিউডের উঠতি অভিনেত্রী ছিলেন রিয়া চক্রবর্তী (Rhea Chakraborty)। ছিলেন সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) প্রেমিকা। অমিতাভ বচ্চন (Amitabh Bachchan), ইমরান হাসমির (Emraan Hashmi) মতো তারকাদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছিলেন। কিন্তু জুন মাসের ১৪ তারিখের পর থেকেই সমস্ত কিছু পালটে যায়। সুশান্ত সিং রাজপুতের মৃত্যু প্রায় গোটা বলিউডের ভিত নাড়িয়ে দিয়েছিল। আর তাতে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে রিয়ার জীবনে। জেলে যেতে হয়েছে রিয়াকে। বম্বে হাই কোর্ট (Bombay High Court) তাঁকে জামিন দিলেও সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB)। এমন পরিস্থিতিতে শুরু থেকেই ‘চেহরে’র প্রচারে এড়িয়ে যাওয়া হচ্ছিল রিয়াকে। পোস্টার থেকে টিজার, কোথাও অভিনেত্রীর দেখা মেলেনি। অবশেষে ট্রেলারে দেখা মিলল অভিনেত্রীর। কিন্তু তা কয়েক সেকেন্ডের জন্যই।

Advertisement

[আরও পড়ুন: পুরনো প্রেম নাকি দাম্পত্য? সম্পর্কের জটিল রসায়ন নিয়ে প্রকাশ্যে সোহম-সোহিনীর ছবির ট্রেলার]

রুমি জাফরির (Rumy Jafry) পরিচালনায় ‘চেহরে’ ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন অমিতাভ বচ্চন ও ইমরান হাসমি। সাইকোলজিক্যাল এই থ্রিলারে অন্যান্য চরিত্রে রয়েছেন অন্নু কাপুর, রঘুবীর যাদব, ক্রিস্টাল ডি’সুজা, রঘুবীর যাদব, সিদ্ধান্ত কাপুর এবং ধৃতিমান চট্টোপাধ্যায়। ছবিতে নেহা ভরদ্বাজের চরিত্রে অভিনয় করেছেন রিয়া। কিন্তু কেন রিয়াকে পোস্টার, টিজার এবং প্রচার পর্ব থেকে দূরে রাখা হচ্ছে। ট্রেলারেও তাঁর উপস্থিতি খুবই সামান্য। প্রয়াত সুশান্ত সিং রাজপুতের প্রেমিকা বলেই কি এই সিদ্ধান্ত? প্রশ্নের উত্তরে ছবি প্রযোজক আনন্দ পণ্ডিত জানিয়েছিলেন, তিনি এই বিষয় নিয়ে এখনই কিছু বলতে চান না। উপযুক্ত সময় হলেই প্রশ্নের উত্তর দেবেন। সেই ‘উপযুক্ত সময়’ ৯ এপ্রিল ছবির মুক্তির আগেই আসবে বলে আশা অনুরাগীদের।

[আরও পড়ুন: ভোট প্রচারের ফাঁকে আট বছর পর মামাবাড়িতে দেব! জানেন, কী কী ছিল ভাগ্নের মেনুতে?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement