Advertisement
Advertisement

অসমের বন্যার্তদের পাশে অমিতাভ, ত্রাণ তহবিলে দিলেন ৫১ লক্ষ টাকা

এর আগে অক্ষয় কুমার ও হিমা দাস অসমে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন।

Amitabh Bachchan Donates Rs 51 Lakh for Assam Flood Victims
Published by: Bishakha Pal
  • Posted:July 25, 2019 5:16 pm
  • Updated:July 25, 2019 5:17 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অসম ও বিহার এখনও বন্যায় বিপর্যস্ত। পরিস্থিতি স্বাভাবিক হতে আরও সময় লাগবে। এমন পরিস্থিতিতে সবাইকে পাশে দাঁড়ানোর আবেদন জানিয়েছেন দুই রাজ্যের সরকার। সেই আবেদনে সাড়া দিয়েই অসমের বন্যার্তদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন অমিতাভ বচ্চন। অসমের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫১ লক্ষ টাকা দিলেন তিনি।

[ আরও পড়ুন: ‘সরকার চুপ কেন?’ দেশের ক্রমবর্ধমান অসহিষ্ণুতা নিয়ে বিদ্বজ্জনদের সমর্থনে প্রশ্ন নুসরতের ]

Advertisement

অসম ও বিহারে বন্যার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ১.১১ কোটি মানুষ। রবিবার পর্যন্ত পাওয়া খবর অনুসারে দুই রাজ্যে বন্যায় মৃতের সংখ্যা প্রায় ১৬৬ জন। এর মধ্যে অসমেই ৩৩টি জেলার মধ্যে ৩০টি জেলা বন্যায় ভেসে গিয়েছে। বন্যা বিধ্বস্ত অসমের পরিস্থিতি এখন বেশ সঙ্গীন। বন্যার ফলে বহু মানুষ ঘরছাড়া। মাথার উপর ছাদও জুটছে না অনেকের। শুধু মানুষ কেন, বন্যায় ভাসছে বন্যপ্রাণও। ৩৮ লক্ষের বেশি মানুষ আশ্রয় নিয়েছেন মোট ৩২৭টি ত্রাণ শিবিরে। কাজিরাঙ্গার প্রায় ৯০ শতাংশ বনাঞ্চল এখন জলের তলায়। অনেক জায়গায় বন্যার জল ৩ ফুট পর্যন্ত উঠে গিয়েছে। ব্রহ্মপুত্রের জলে ভাসছে কাজিরাঙ্গা অভয়ারণ্য।

অসমের মুখ্যমন্ত্রী সর্বনন্দ সোনওয়াল টুইটারে সবাইকে রাজ্যের পাশে দাঁড়ানোর আবেদন জানিয়েছিলেন। সেই আবেদনে সাড়া দিয়ে ইতিমধ্যেই নিজের মাসিক বেতনের অর্ধেকটা দিয়েছেন অ্যাথলিট হিমা দাস। অভিনেতা অক্ষয় কুমারও মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ কোটি ও কাজিরাঙ্গা অভয়ারণ্যের জন্য ১ কোটি টাকা দান করেছেন। অসমের এই কঠিন পরিস্থিতিতে সবাইকে রাজ্যের পাশে থাকার বার্তা দেন অভিনেতা। এবার অমিতাভ বচ্চনও অসমের জন্য ৫১ লক্ষ টাকা দিলেন। টুইটারে তিনি সেকথা ঘোষণাও করেছেন। বাকিদেরও সাধ্যমত অসমের ত্রাণ তহবিলে অর্থ সাহায্যের আবেদন জানিয়েছেন তিনি।

[ আরও পড়ুন: রাতের কলকাতায় হেনস্তার শিকার রঞ্জিত মল্লিকের ভাইপো, যাদবপুর থানায় অভিযোগ দায়ের ]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement