ছবি: ইনস্টাগ্রাম
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি বলিউড সাম্রাজ্যের শাহেনশা। খান-কাপুরদেরও ‘বিগ বি’। মুম্বই ইন্ডাস্ট্রির সুপার মোস্ট সিনিয়র। শাহরুখ-সলমনদের গুরুজন বললেও অত্যুক্তি হয় না। অভিনয় সফরে জীবনের ৫৫টি বসন্ত কাটিয়ে ফেললেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। আর ‘সুহানা সফর’ ফিরে দেখলেন AI-এর বিস্ময় দুনিয়ার চোখে।
১৯৬৯ সালে অভিনয় ‘সাত হিন্দুস্তানি’ সিনেমা দিয়েই ফিল্মি কেরিয়ার শুরু করেন বিগ বি। তারপর কেটে গিয়েছে ৫৫টি বছর। এই পাঁচ দশকে অন্তত ২০০টি সিনেমার উপর মুখ্য ভূমিকায় অভিনয় করে ফেলেছেন অমিতাভ। তার সঙ্গে বিজ্ঞাপনী জগৎ তো রয়েইছে। শনিবার সেই ৫৫ বছরের ফিল্মি কেরিয়ারের উদযাপন করতেই এআই-এর শরণাপন্ন হয়েছেন অভিনেতা।
সমাজ মাধ্যমের পাতায় নিজেই শেয়ার করেছেন তাঁর AI অবতার। যেখানে বিগ বি-র চোখে দেখা গেল দূরদর্শী লেন্স। সেই সঙ্গে মাথার একদিকে অজস্র ক্যামেরা এবং ফিল্মের রিল। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স-এর সুবাদে নিজের এমন অবতার দেখে নিজেই মুগ্ধ অমিতাভ বচ্চন। তাই সোশাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেওয়ার সুযোগও ছাড়লেন না তিনি। যা দেখে প্রশংসায় পঞ্চমুখ সিনেইন্ডাস্ট্রির অনুজরাও।
View this post on Instagram
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.