Advertisement
Advertisement
Amitabh Bachchan

সিনেজগতে ৫৫ বসন্ত পার অমিতাভের, ‘সুহানা সফর’ ফিরে দেখলেন AI-এর বিস্ময় চোখে

AI-এর 'অবাক পৃথিবী'তে মজেছেন বিগ বি-ও।

Amitabh Bachchan celebrates 55 years in films, shares AI version of himself | Sangbad Pratidin

ছবি: ইনস্টাগ্রাম

Published by: Sandipta Bhanja
  • Posted:February 17, 2024 7:03 pm
  • Updated:February 17, 2024 7:03 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি বলিউড সাম্রাজ্যের শাহেনশা। খান-কাপুরদেরও ‘বিগ বি’। মুম্বই ইন্ডাস্ট্রির সুপার মোস্ট সিনিয়র। শাহরুখ-সলমনদের গুরুজন বললেও অত্যুক্তি হয় না। অভিনয় সফরে জীবনের ৫৫টি বসন্ত কাটিয়ে ফেললেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। আর ‘সুহানা সফর’ ফিরে দেখলেন AI-এর বিস্ময় দুনিয়ার চোখে।

১৯৬৯ সালে অভিনয় ‘সাত হিন্দুস্তানি’ সিনেমা দিয়েই ফিল্মি কেরিয়ার শুরু করেন বিগ বি। তারপর কেটে গিয়েছে ৫৫টি বছর। এই পাঁচ দশকে অন্তত ২০০টি সিনেমার উপর মুখ্য ভূমিকায় অভিনয় করে ফেলেছেন অমিতাভ। তার সঙ্গে বিজ্ঞাপনী জগৎ তো রয়েইছে। শনিবার সেই ৫৫ বছরের ফিল্মি কেরিয়ারের উদযাপন করতেই এআই-এর শরণাপন্ন হয়েছেন অভিনেতা।

Advertisement

[আরও পড়ুন: ভেঙেছে বিয়ে, এষা দেওলের হাতে নেই কাজ, এবার রাজনীতিতে ‘ভাগ্যপরীক্ষা’ হেমাকন্যার!]

সমাজ মাধ্যমের পাতায় নিজেই শেয়ার করেছেন তাঁর AI অবতার। যেখানে বিগ বি-র চোখে দেখা গেল দূরদর্শী লেন্স। সেই সঙ্গে মাথার একদিকে অজস্র ক্যামেরা এবং ফিল্মের রিল। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স-এর সুবাদে নিজের এমন অবতার দেখে নিজেই মুগ্ধ অমিতাভ বচ্চন। তাই সোশাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেওয়ার সুযোগও ছাড়লেন না তিনি। যা দেখে প্রশংসায় পঞ্চমুখ সিনেইন্ডাস্ট্রির অনুজরাও।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Amitabh Bachchan (@amitabhbachchan)

[আরও পড়ুন: বিয়ের আগে রুপোর ট্রে হাতে সিদ্ধি বিনায়কে ছুটলেন রাকুলপ্রীত-জ্যাকি, ছেঁকে ধরল ভিড়! দেখুন ভিডিও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement