ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছেলে-বউমাকে নিয়ে দারুণ অশান্তিতে রয়েছেন অমিতাভ বচ্চন। পরিবারে যে হঠাৎ করে এমন ঝড় আসবে, তা আন্দাজও করতে পারেননি। তবে এখনও ঐশ্বর্য ও অভিষেকের সংসারে অশান্তির আগুনের চোটে পুড়ছে গোটা বচ্চন পরিবার। কিন্তু বলিপাড়ায় সম্মান বজায় রাখতে মুখে কুলুপ বিগ বির। আর এবার তো মুম্বইই ছেড়ে দিলেন অমিতাভ! সম্প্রতি সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিও ঘিরে নিন্দুকপাড়ায় ঘুরছে নানা গুঞ্জন।
তা কী রয়েছে এই ভিডিওতে?
ভিডিওতে দেখা গিয়েছে মুম্বই বিমানবন্দরে অমিতাভকে ছাড়তে এসেছেন অভিষেক বচ্চন। সঙ্গে বোন শ্বেতা নন্দার মেয়ে নব্যা নভেলি। বিমানবন্দরের সামনে বাবাকে জড়িয়ে বিদায় জানান অভিষেক। অভিষেক মুখ জুড়ে থমথমে ভাব নজর কেড়েছে নেটিজেনদের। তবে অমিতজি কোথায় গেলেন, তা কিন্তু স্পষ্ট নয়।
View this post on Instagram
প্রসঙ্গত, ২০০৭ সালে অভিষেক ও ঐশ্বর্যর বিয়ে হয়। বচ্চন পরিবারের বধূ হন প্রাক্তন বিশ্বসুন্দরী। ২০১১ সালের ১৬ নভেম্বর অভিষেক-ঐশ্বর্যর একমাত্র মেয়ে আরাধ্যার জন্ম হয়। শোনা যায়, বিয়ের কিছু দিন পর থেকেই নাকি শাশুড়ি জয়া বচ্চনের সঙ্গে ঐশ্বর্যর বনিবনা নেই। এমনকী ননদ শ্বেতা বচ্চনের সঙ্গেও অভিনেত্রীর দূরত্ব রয়েছে। কিন্তু বচ্চন পরিবারে ভাঙনের জল্পনা গত বছরের দিওয়ালির পর থেকে আরও জোরাল হয়।
একদিকে যখন বচ্চন পরিবারের দিওয়ালির পুজোর আয়োজন হচ্ছিল, অন্যদিকে মেয়েকে নিয়ে মুম্বই ছাড়তে দেখা যায় ঐশ্বর্য রাই বচ্চনকে। এই ঘটনার কিছুদিন পরই খবর মেলে, নিজের বিলাসবহুল বাংলো প্রতীক্ষা মেয়ে শ্বেতার নামে করে দিয়েছেন বিগ বি। বিয়ের আংটিও নাকি খুলে ফেলেছেন ঐশ্বর্য। এমন পরিস্থিতিতেও চুপ অভিষেক! মনে করা হচ্ছে, স্ত্রীর দেওয়া পরমর্শই হয়তো তিনি অক্ষরে অক্ষরে পালন করছেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.