Advertisement
Advertisement

Breaking News

Amitabh Bachchan

টুইটারে মহিলা অনুরাগীর কাছে ক্ষমা চাইলেন অমিতাভ বচ্চন, কিন্তু কেন?

কী এমন ভুল করে ফেললেন বলিউডের শাহেনশা?

Amitabh Bachchan apologizes to Woman poet for this reason | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:December 29, 2020 2:59 pm
  • Updated:December 29, 2020 2:59 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আশির দোরগোড়ায় পৌঁছেও জীবনের প্রতিটা মুহূর্ত উপভোগ করতে শেখান। প্রকৃত মানুষের আচরণ বোঝান। করোনার (Corona Virus) মতো মারণ রোগকে হার মানিয়েছেন। আবার শুটিং ফ্লোরে ফিরে ঘণ্টার পর ঘণ্টা কাটাতে শুরু করেছেন। ফিরে এসে নিয়মিত মনের কথা লেখেন সোশ্যাল মিডিয়া আর ব্লগে। কিছু পছন্দ হলেও শেয়ার করেন। মাঝে মধ্যে টুইটের নম্বর ভুল করে ফেলার জন্য ক্ষমা চান। এবার এক মহিলা কবির কাছে ক্ষমা চাইলেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)।

সোশ্যাল মিডিয়ায় একটি কবিতা শেয়ার করেছিলেন বিগ বি। কেউ তাঁকে সেটি হোয়াটসঅ্যাপে (Whatsapp) পাঠিয়েছিল। কে কবিতাটি লিখেছেন তা জানতেন না বলিউডের শাহেনশা। কিন্তু কবিতাটি এতই পছন্দ হয়েছিল যে তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার লোভ সামলাতে পারেননি। নিজের কবিতার লাইন দেখে চিনতে পারেন টিশা আগরওয়াল নামের ওই মহিলা। টুইটারের মাধ্যমে তিনি তা বিগ বি’কে জানান। নিজে কবিপুত্র। তাই কবির কাছে কবিতার গুরুত্ব ভালভাবেই জানেন। তাই সঙ্গে সঙ্গে নিজের ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে নেন অমিতাভ বচ্চন। টুইট করে লেখিকাকে ট্যাগও করেন।

Advertisement

[আরও পড়ুন: করোনায় আক্রান্ত দক্ষিণী ছবির সুপারস্টার রাম চরণ, রয়েছেন হোম কোয়ারেন্টাইনে]

কবিতাটি লিখেছিলেন টিশা আগরওয়াল নামে এক কবি। যিনি আবার  অমিতাভের অনুরাগীও। বিগ বি’র টুইট শেয়ার করে টিশা লেখেন, “স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আপনার লেখা শব্দে আমার নামের উল্লেখ সৌভাগ্যের ও গর্বের, আর আমার সেরা সম্মান। এটা শুধু মান্যতা নয় আমার গর্ব। আরও একবার প্রমাণ হয়ে গেল সত্যমেব জয়তে।”  

[আরও পড়ুন: রাজনীতিতে আসছেন না, আচমকাই সিদ্ধান্ত বদল সুপারস্টার রজনীকান্তের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement