Advertisement
Advertisement
Uunchai Trailer

এভারেস্ট জয়ের পণ অমিতাভ বচ্চনের, পৌঁছতে পারবেন শিখরে? দেখুন ‘উঁচাই’ ছবির ট্রেলার

অমিতাভের এই দুঃসাহসিক অভিযানের সঙ্গী অনুপম খের ও বোমন ইরানি।

Amitabh Bachchan, Anupam Kher, Boman Irani fight for friendship in Uunchai Trailer | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:October 18, 2022 2:39 pm
  • Updated:October 18, 2022 2:40 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আশিতে আসিয়া পর্বতারোহণে মজেছেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)।  বন্ধুর জন্য এভারেস্ট জয়ের পণ নিয়েছে তিনি। অভিনেতার এই সফরের সঙ্গী হয়েছেন অনুপম খের ও বোমন ইরানি। সূরজ বার্জাতিয়ার পরিচালনায় ‘উঁচাই’ সিনেমার জন্য এই কাণ্ড করেছেন তিনমূর্তি। ফ্রেন্ডশিপ ডে-তে ছবির টিজার প্রকাশ্যে এসেছিল। মঙ্গলবার প্রকাশ করা হল ট্রেলার। 

Uunchai-2

Advertisement

চার বন্ধুর কাহিনি এই সিনেমায় তুলে ধরা হয়েছে। অমিত, ওম, জাভেদ ও ভূপেন। এই চারজনের চরিত্রেই অভিনয় করেছেন অমিতাভ বচ্চন (অমিত), অনুপম খের (ওম), বোমন ইরানি (জাভেদ) এবং ড্যানি ডেনজংপা (ভূপেন)। চার বন্ধু একসঙ্গে হলেই পার্টি শুরু হয়ে যায়। কিন্তু এর মধ্যেই ঘটে দুর্ঘটনা।  আচমকা ভূপেনের মৃত্যু হয়। অমিত, ওম ও জাভেদের মাথায় যেন বাজ পড়ে। 

Uunchai-3

[আরও পড়ুন: ‘আমি অস্থির, মস্তিষ্ক কাজ করছে না’, খরা কবলিত কেনিয়ার দুর্দশা দেখে আঁতকে উঠলেন প্রিয়াঙ্কা চোপড়া]

বন্ধুদের নিয়ে একটিবার এভারেস্টে যাবে। এই ছিল ভূপেনের ইচ্ছে। সেই ইচ্ছেকে সম্মান জানাতেই তিন বন্ধু বয়সের তোয়াক্কা না করে বেরিয়ে পড়ে এভারেস্ট অভিযানে। নানা প্রতিকূলতার সম্মুখীন হতে হয় তাঁদের। নতুন এই ছবিতে অমিতাভ বচ্চন, অনুপম খের ও বোমন ইরানির পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন নীনা গুপ্তা, সারিকা এবং পরিণীতি চোপড়া। 

Uunchai-1

বরাবরই পারিবারিক ছবি করতে ভালবাসেন পরিচালক সুরজ বরজাতিয়া। শেষবার ২০১৫ সালে ‘প্রেম রতন ধন পায়ো’ ছবিটি পরিচালনা করেছিলেন তিনি। এবার অমিতাভকে সঙ্গে নিয়ে কামব্যাক করতে চলেছেন সুরজ। তাই তাঁর থেকে প্রত্যাশাও এবার আরও বেশি। ২০২১ সালের অক্টোবর মাসে ছবির শুটিং শুরু হয়েছিল। সে বছরের ডিসেম্বর মাসে শুটিংয়ে যোগ দেন অমিতাভ বচ্চন। দিল্লি, মুম্বই, উত্তরপ্রদেশের পাশাপাশি নেপাল, কারগিলেও বেশ কিছু অংশের শুটিং হয়েছে। ২০২২ সালে এপ্রিল মাসে শেষ হয়েছে ‘উঁচাই’-এর শুটিং। সিনেমা হলে ছবিটি মুক্তি পাবে আগামী ১১ নভেম্বর।

[আরও পড়ুন: জিম ট্রেনারের কড়া শাসনে শ্রাবন্তী, নিন্দুকদের মুখে ছাই দিয়ে জোরকদমে মেদ ঝরাচ্ছেন অভিনেত্রী ]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement