সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডের উপর যেন অভিশাপ নেমে এসেছে। একের পর এক নক্ষত্রপতন দেখছে রুপোলি জগৎ। ইরফান খান দিয়ে শুরু। তারপর ঋষি কাপুর, যোগেশ গৌর, মোহিত বাঘেল, শচিন কুমার…; গত দু’মাসে একের পর এক শিল্পীকে হারিয়েছে বলিউড। এবার করোনায় আক্রান্ত হয়ে পরপারে পাড়ি দিলেন সংগীত পরিচালক ওয়াজিদ খান। তাঁর মৃত্যুতে সংগীত জগৎ তো বটেই, সিনেদুনিয়াতেও নেমে এসেছে শোকের ছায়া। অমিতাভ বচ্চন, প্রিয়াঙ্কা চোপড়া, বরুণ ধাওয়ান, বিপাশা বসু, প্রীতি জিন্টা-সহ অনেকেই শোকবার্তা জানিয়েছেন।
সাজিদ-ওয়াজিদ বলিউডের প্রথম সারির সংগীত পরিচালক। এই জুটির গান এখনও সংগীতপ্রেমীদের মোহিত করে। ওয়াজিদের মৃত্যুতে অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) লিখেছেন, ‘ওয়াজিদ খানের মৃত্যুতে আমি স্তম্ভিত। উজ্জ্বল, হাসিখুশি এক শিল্পী চলে গেলেন।’
T 3548 – Shocked at the passing of Wajid Khan .. a bright smiling talent passes away .. duas , prayers and in condolence 🙏🙏🙏
— Amitabh Bachchan (@SrBachchan) June 1, 2020
বরুণ ধাওয়ান লিখেছেন, ‘ওয়াজিদ ভাই আমার পরিবারের খুব ঘনিষ্ঠ ছিলেন। আশপাশে যত পজিটিভ মানুষ আছেন, ওয়াজিদ তাঁদের মধ্যে অন্যতম। তোমার গানের জন্য ধন্যবাদ। তোমাকে খুব মনে পড়বে ওয়াজিদ ভাই।’
shocked hearing this news @wajidkhan7 bhai was extremely close to me and my family. He was one of the most positive people to be around. We will miss u Wajid bhai thank u for the music 🎵 pic.twitter.com/jW2C2ooZ3P
— Varun Dhawan (@Varun_dvn) May 31, 2020
প্রিয়াঙ্কা চোপড়া লিখেছেন, ‘মারাত্মক খবর। ওয়াজিদ ভাইয়য়ের যেটা আমার সবসময় মনে থাকবে, তা হল হাসি। সবসময় হাসতেন। খুব তাড়াতাড়ি চলে গেলেন। ওঁর পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। শান্তিতে থেকো বন্ধু।’
Terrible news. The one thing I will always remember is Wajid bhai’s laugh. Always smiling. Gone too soon. My condolences to his family and everyone grieving. Rest in peace my friend. You are in my thoughts and prayers.@wajidkhan7
— PRIYANKA (@priyankachopra) May 31, 2020
পরিণীতি লিখেছেন, ‘সবসময় হাসতেন। সবসময় গান গাইতেন। ওঁর সঙ্গে সব মিউজিক সেশন মনে রাখার মতো। আমরা সত্যিই আপনাকে মিস করব।’
Wajid Bhai you were the nicest, nicest nicest man! Always smiling. Always singing. All heart. Every music session with him was memorable. You will truly be missed wajid bhai. 🧡🧡 #WajidKhan
— Parineeti Chopra (@ParineetiChopra) May 31, 2020
তাঁদের সুরে একাধিক হিট গান গেয়েছেন সোনু নিগম৷ ওয়াজিদের মৃত্যুতে শোকার্ত সোনু জানিয়েছেন, ওয়াজিদ ছিলেন তাঁর ভাইয়ের মতো। তিনি যেন তাঁর ভাইকে হারালেন।
কয়েকদিন ধরেই শরীরটা ভাল যাচ্ছিল না তাঁর। কিডনির সমস্যায় জেরবার হয়ে যাচ্ছিলেন ওয়াজিদ খান। কিডনি ট্রান্সপ্ল্যান্টও হয়েছিল তাঁর। তাই এ সংক্রান্ত সমস্যায় বেশ কয়েকবার হাসপাতালে ভরতি হতে হয়েছিল সংগীত পরিচালককে। সেই সময় অবশ্য যমে-মানুষে লড়াইতে জিতে যান ওয়াজিদ। তবে দিনকয়েক আগে আবারও কিডনির সমস্যা দেখা দেয়। তাই তড়িঘড়ি তাঁকে মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়। অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে তাঁকে চারদিন ভেন্টিলেশনে রাখা হয়। শোনা যায়, করোনায় আক্রান্ত হয়েছেন তিনি। হাসপাতালে ভরতির দিন থেকে লড়াই চালিয়ে যাচ্ছিলেন ওয়াজিদ। তবে রবিবার রাতে তিনি হার মানেন। চিকিৎসকরা জানিয়ে দেন, মৃত্যু হয়েছে প্রাণোচ্ছ্বল সংগীত পরিচালকের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.