Advertisement
Advertisement

Breaking News

Ram Mandir Inauguration

সংসারে অশান্তি! শান্তির খোঁজে ঐশ্বর্যকে ছাড়াই রামের দুয়ারে অমিতাভ-অভিষেক

রামলালার প্রাণপ্রতিষ্ঠার অনুষ্ঠানে জয়া বচ্চনকেও দেখা যায়নি।

Amitabh Bachchan and Abhishek Bachchan at Ram Mandir Inauguration in Ayodhya | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:January 22, 2024 12:37 pm
  • Updated:January 22, 2024 2:29 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত কয়েকদিন ধরেই বচ্চন পরিবারে অশান্তির কথা শোনা যাচ্ছে। অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চনের বিচ্ছেদের জল্পনাও শোনা গিয়েছে। এমন পরিস্থিতিতেই ছেলে অভিষেক বচ্চনকে সঙ্গে নিয়ে অযোধ্যায় অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। দেখা মিলল না বউমা ঐশ্বর্য রাই বচ্চনের। জয়া বচ্চনও রামলালার প্রাণপ্রতিষ্ঠার(Ram Mandir Inauguration) অনুষ্ঠানে আসেননি বলেই খবর।

Amitabh_Abhishek-1

Advertisement

২০০৭ সালে অভিষেক ও ঐশ্বর্যর বিয়ে হয়। বচ্চন পরিবারের বধূ হন প্রাক্তন বিশ্বসুন্দরী। ২০১১ সালের ১৬ নভেম্বর অভিষেক-ঐশ্বর্যর একমাত্র মেয়ে আরাধ্যার জন্ম হয়। শোনা যায়, বিয়ের কিছু দিন পর থেকেই নাকি শাশুড়ি জয়া বচ্চনের সঙ্গে ঐশ্বর্যর বনিবনা নেই। এমনকী ননদ শ্বেতা বচ্চনের সঙ্গেও অভিনেত্রীর দূরত্ব রয়েছে।

[আরও পড়ুন: কাশ্মীরি হিন্দু পণ্ডিতদের হয়ে অযোধ্যায় অনুপম খের, ‘ফিরান’ পরেই ছিন্নমূল পূর্বপুরুষদের স্মরণ]

এমন পরিস্থিতিতেই আবার গত বছরের দিওয়ালিতে মেয়েকে নিয়ে মুম্বই ছাড়েন ঐশ্বর্য। অন্যদিকে, অমিতাভকে শুধু তাঁর মেয়ে শ্বেতাকে পাশে নিয়ে দিওয়ালির পুজো করতে দেখা যায়। এই ঘটনার কিছুদিন পরই খবর মেলে, নিজের বিলাসবহুল বাংলো প্রতীক্ষা মেয়ে শ্বেতার নামে করে দিয়েছেন বিগ বি। আর ঐশ্বর্য নাকি মেয়েকে নিয়ে মায়ের কাছে থাকছেন। তাঁর হাতে বিয়ের আংটি নেই বলেও জল্পনা ছড়ায়।

যদিও এর পর শ্বেতার ছেলে অগস্ত্য নন্দার প্রথম ছবি ‘দ্য আর্চিজ’ সিনেমার প্রিমিয়ারে গোটা বচ্চন পরিবারকে একসঙ্গে দেখা গিয়েছিল। আবার প্রো কবাডি লিগে আভিষেক, ঐশ্বর্য, আরাধ্যার সঙ্গে ছিলেন বিগ বি। তবে এবারে শুধু ছেলেকে নিয়েই অযোধ্যায় গিয়েছেন বলিউডের শাহেনশা। জয়া বচ্চন অভিনেত্রী হওয়ার পাশাপাশি সমাজবাদী পার্টির নেতাও। সেই জন্যই কি প্রাণপ্রতিষ্ঠার অনুষ্ঠান থেকে নিজেকে সরিয়ে রাখলেন? তাঁর পার্টির নেতা অখিলেশ যাদব তো গিয়েছেন। সে যাই হোক, বচ্চন পরিবারের বউমা হওয়ার পাশাপাশি ঐশ্বর্য তো গোটা বিশ্বে বন্দিত। তিনি কীভাবে এই বিশাল কর্মকাণ্ডে ব্রাত্য রয়ে গেলেন? প্রশ্ন থেকেই যাচ্ছে।

 

 

[আরও পড়ুন: তিক্ততা ভোলালেন রামলালা! এক ফ্রেমে রণবীর-ক্যাটরিনা, মাঝে ভিকি-আলিয়া]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement