Advertisement
Advertisement

Breaking News

করোনা

‘২১ দিন বাড়িতে থাকুন’, সোশ্যাল মিডিয়ায় লকডাউনের সিদ্ধান্তকে সমর্থন তারকাদের

লকডাউনের সমর্থনে কবিতা লিখেছেন অমিতাভ।

Amitabh and other Bollywood celebrities support lockdown
Published by: Bishakha Pal
  • Posted:March 25, 2020 8:59 pm
  • Updated:March 25, 2020 9:06 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা সংক্রমণ এড়াতে দেশজুড়ে ২১ দিনের লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রশাসনের তরফে এই সময় সবাইকে বাড়িতে থাকার কথা বলা হয়েছে। প্রধানমন্ত্রীকে সমর্থন করে এই ২১ দিন ঘরবন্দি থাকার কথা বলছেন বলিউড সেলিব্রিটিরাও। মহেশ ভাট, তাপসী পান্নু, অনুষ্কা শর্মার মতো অনেক সেলিব্রিটি সংক্রমণ এড়াতে বাড়িতে থাকার পরামর্শ দিচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে পোস্টও করছেন তাঁরা।

অমিতাভ বচ্চন প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে কবিতা লিখেছেন টুইটারে। সেখানে তিনি বলেছেন, ‘প্রধানমন্ত্রী যে ২১ দিন লকডাউনের নির্দেশ দিয়েছেন তা শিরধার্য। হাত জোড় করে বিনম্রতার সঙ্গে তিনি তা গ্রহণ করছেন।’

Advertisement

মহেশ ভাট লিখেছেন, ‘এখন আমরা একটা টার্নিং পয়েন্টে রয়েছি। সরকারের কথা শুনুন। ২১ দিন বাড়িতে থাকুন।’ টুইটে কোনওরকম গুজবে কান না দেওয়ার পরামর্শ দিয়েছেন পরিচালক।

অনুষ্কা শর্মাও টুইটারে আমাদের ২১ দিন লকডাউন মানার কথা বলেছেন। তিনি লিখেছেন, ‘করোনা সংক্রমণ এড়াতে অনুগ্রহ করে বাড়িতে থাকুন। স্বাস্থ্যবিধি মেনে চলুন।’

তাপসী পান্নুর গলাতেও একই সুর। তিনি লিখেছেন, ‘২১ দিন। আমাদের জীবনের বিনিময়ে এটা কিছুই না। আসুন সবাই একসঙ্গে পালন করি। আর লকডাউনের শেষে আমরা সেলিব্রেট করব।’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করে টুইট করেছেন অভিনেত্রী তামান্না ভাটিয়া। লকডাউনের সিদ্ধান্তকে ‘করোনার বিরুদ্ধে যুদ্ধে বড়সড় পদক্ষেপ’ বলে উল্লেখ করেছেন তিনি। সঙ্গে এও জানিয়েছেন তিনি ও তাঁর পরিবার এই সময় বাড়িতেই দিন কাটাচ্ছেন।

অনুরাগ কাশ্যপও লকডাউনের ঘোষণার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। সাধারণত প্রধানমন্ত্রীর বিরোধিতা করতেই এতদিন দেখা গিয়েছে তাঁকে। কিন্তু দেশের এই কঠিন পরিস্থিতিতে তিনিও প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন।

শাহিদ কাপুর লিখেছেন, ‘এই সময় বাড়িতে থাকুন, সুরক্ষিত থাকুন। মানসিক ও শারীরিকভাবে সুস্থ থাকুন। সবার সঙ্গে কথা বলুন, পড়াশোনা করুন, আকাশ দেখুন। ২১ দিন এমনিই কেটে যাবে।’

হৃতিক রোশন একটি ভিডিও বার্তা দিয়ে বলেছেন, সুস্থ থাকতে হলে কয়েকটি নিয়ম মেনে চলুন। এই সময় কারওর সংস্পর্শে আসবেন না। পার্টিতে যাবেন না। ঘরে থাকুন। সুস্থ থাকুন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement