Advertisement
Advertisement
অমিতাভ অভিষেক

শারীরিক অবস্থা স্থিতিশীল, আরও ১ সপ্তাহ অমিতাভ ও অভিষেককে হাসপাতালে থাকতে হবে

কেন? জানুন।

Amitabh and Abhishek to stay in hospital for at least one week
Published by: Sandipta Bhanja
  • Posted:July 14, 2020 3:12 pm
  • Updated:July 14, 2020 3:27 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শনিবার রাতে বেশ অপ্রত্যাশিতভাবেই আসে খবরটা যে, করোনায় আক্রান্ত অমিতাভ বচ্চন এবং তাঁর একমাত্র ছেলে অভিষেক। গোটা দেশবাসীর হৃদকম্পন বাড়িয়ে টুইটারে জানান দিয়েছিলেন খোদ বিগ বি! অতঃপর মন খারাপ হয়ে যায় আপামর বচ্চন অনুরাগীদের। শনিবার সন্ধেবেলাই হাসপাতালে ভরতি হয়েছেন বিগ বি ও জুনিয়র বচ্চন। করোনার কোনওরকম উপসর্গ নেই তাঁদের। বিশেষ চিকিৎসারও প্রয়োজন হচ্ছে না বলে জানিয়েছে নানাবতী হাসপাতাল। গতকালই হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছিলেন, বাবা এবং ছেলে, দুই বচ্চনের শারীরিক অবস্থাই আপাতত স্থিতিশীল। তাহলে কবে ছাড়া পাচ্ছেন অমিতাভ-অভিষেক? মঙ্গলবার জানা গেল নানাবতী হাসপাতালের তরফে।

Advertisement

ঘনিষ্ঠ সূত্রের খবর, চিকিৎসায় ভাল সাড়া দিলেও অমিতাভকে আরও এক সপ্তাহ থাকতে হবে হাসপাতালে। কারণ, করোনা ছাড়াও বিগ বি’র একাধিক শারীরিক সমস্যা রয়েছে। উপরন্তু বার্ধক্যজনিত সমস্যা তো আছেই। ঐশ্বর্যা ও আরাধ্যা যেখানে কোভিড পজিটিভ হওয়ার পর বাড়িতেই আইসোলেশনে রয়েছেন, সেখানে অমিতাভকে নিয়ে কোনওরকম ঝুঁকি নিতে চায়নি বচ্চন পরিবার। শনিবার রিপোর্ট পজিটিভ আসার পরই তড়িঘড়ি ভরতি করে দেওয়া হয় নানাবতী হাসপাতালে। তাই আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণেই থাকছেন অমিতাভ বচ্চন। অভিষেকও অবশ্য একই হাসপাতালে রয়েছেন বাবার সঙ্গে। তাঁর শারীরিক অবস্থাও স্থিতিশীল বলে জানা গিয়েছে।

[আরও পড়ুন: ‘তোমাকে যেন আমার কাছে ফিরিয়ে আনতে পারি’, সুশান্তের মৃত্যুর একমাস পর আবেগঘন রিয়া]

দেশের বিভিন্ন প্রান্তে যেখানে বচ্চনের আরোগ্য কামনায় হোম-যজ্ঞ চলছে, অনুরাগীদের অনেকেই করজোড়ে ঈশ্বরের কাছে মানত করে বসেছেন যে, তাঁদের প্রিয় বচ্চন সাহেব যেন সুস্থ হয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারেন, ১৩০ কোটির দেশের সেই প্রার্থনা হয়তো বিফলে যাবে না! এমনটাই মনে করছেন বিগ বি-ঘনিষ্ঠরা।

প্রসঙ্গত, হাসপাতাল থেকেই সোশ্যাল মিডিয়ায় সক্রিয় রয়েছেন অমিতাভ এবং অভিষেক। অনুরাগীদের আরোগ্য কামনা বার্তায় তাঁরা যে অভিভূত সেকথাও জানিয়েছেন সোমবার রাতে টুইট করে।

[আরও পড়ুন: ফের ‘মসিহা’ সোনু সুদ, ৪০০টি পরিযায়ী শ্রমিকের পরিবারের দায়িত্ব নিলেন অভিনেতা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement