সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কৌতূহলী বরুণ ধাওয়ান। তাঁর এই কৌতূহল রাম ও রাবণ নিয়ে। রামায়ণের দুই মুখ্য চরিত্র। এই দুই চরিত্রের মধ্যে পার্থক্য কোথায়? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেই প্রশ্নটি করলেন অভিনেতা। উত্তর দিলেন শাহ। তারকাকে বোঝালেন মহাকাব্যের দুই চরিত্রের তফাত।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের আলোচনাচক্রে যোগ দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানেই দর্শকাসনে ছিলেন বরুণ। প্রশ্ন করার সুযোগ পেয়েই অভিনেতা জানতে চান ভারতীয় মহাকাব্যের দুই চরিত্র অযোধ্যাপতি রামচন্দ্র ও লঙ্কাধীশ রাবণের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য কোথায়?
অভিনেতার প্রশ্নের উত্তর দিতে গিয়ে অমিত শাহ বলেন, “কিছু মানুষের স্বার্থ ধর্মের উপর নির্ভরশীল। ধর্ম মানে বলতে চাইছি কর্তব্য। আর কিছু মানুষের ধর্ম তাঁদের স্বার্থের পরিপ্রেক্ষিতে নির্ধারিত হয়। এটাই রাম ও রাবণের মধ্যে পার্থক্য। রাম ধর্মের ব্যাখ্যা অনুযায়ী জীবনযাপন করতেন। রাবণ ধর্মকে নিজের ব্যাখ্যা অনুযায়ী বদলানোর চেষ্টা করেছেন।”
Varun Dhawan praises HM Shah, HM Shah calls him a talented guy….
And that answer by HM Shah was really beautiful… pic.twitter.com/ubXUN09lxy
— Mr Sinha (@MrSinha_) December 14, 2024
শাহর এই জবাবে হাততালি দিয়ে ওঠেন উপস্থিত দর্শকরা। বরুণ ধাওয়ান বলেন, “আপনি অহংকার নিয়েও কথা বলেছিলেন। সেটা শুনে আমার একটি কথা মনে হয়েছিল, রাবণের জ্ঞানের অহংকার ছিল, আর ভগবান রামের অহংকার সম্পর্কে জ্ঞান ছিল।” অমিত শাহর বক্তব্য, ধর্মের সংজ্ঞার মধ্যেই এই বিষয়টি চলে আসে। এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ভূয়সী প্রশংসা করেন বরুণ ধাওয়ান। অভিনেতা জানান, অমিত শাহ হনুমানের মতো এদেশের নিঃস্বার্থ সেবা করে চলেছেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.