Advertisement
Advertisement
Amisha Patel

খোলামেলা পোশাকে শাহরুখকে কাছে টানার চেষ্টা আমিশার! ‘নতুন ছবি পাওয়ার ফাঁদ?’ কটাক্ষ নেটিজেনদের

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আমিশা ও শাহরুখের এই ভিডিও।

Amisha Patel meets Shahrukh Khan at Gadar 2 party video goes Viral| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:September 4, 2023 5:23 pm
  • Updated:September 4, 2023 5:23 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৫০০ কোটির ক্লাবে এন্ট্রি নিয়ে সবাইকে চমকে দিয়েছে সানি দেওল-আমিশা প্যাটেলের ‘গদর ২’। ছবির সাফল্য়ের কারণে সম্প্রতি বিশাল এক পার্টির ব্য়বস্থা করেছিলেন সানি দেওল ও ছবির টিম। এই পার্টিতে হাজির ছিলেন বলিউডের প্রায় সবাই। দেখা গিয়েছিল সলমন, শাহরুখ, আমিরদেরও।

তারকা খচিত এই পার্টিতে বেশ খোলামেলা পোশাক পরেই হাজির হয়েছিলেন ‘গদর ২’ ছবির সাকিনা ওরফে আমিশা প্য়াটেল। পার্টিতে এসেই সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন আমিশা।

Advertisement

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আমিশা ও শাহরুখের একটি ভিডিও। যেখানে দেখা গিয়েছে, শাহরুখের প্রায় আলিঙ্গন করছেন আমিশা। আর সেই ভিডিও দেখেই নেটিজেনদের মন্তব্য। শাহরুখকে এভাবে জড়িয়ে নতুন ছবি পাওয়ার ধান্দা করছেন যেন আমিশা!

[আরও পড়ুন: বৃষ্টি ধারায় মিলন, ফের একসঙ্গে রাহুল-প্রিয়াঙ্কা, ছবি শেয়ার করে সুখবর দিলেন অভিনেতা]

এবার তিন দশকের তিক্ততা ভুলিয়ে দিয়েছে ‘গদর ২’ (Gadar 2)। তার আভাস সোশ্যাল মিডিয়াতেই পাওয়া গিয়েছিল। যখন ‘Ask SRK’ সেশনে সানির ছবির তুমুল প্রশংসা করেছিলেন শাহরুখ। তারপরই আবার এক সাক্ষাৎকারে ধর্মেন্দ্রপুত্র জানান, শাহরুখ অনেক আগেই ‘গদর ২’ দেখেছেন। আর ছবি দেখার আগেই তাঁকে ফোন করেছিলেন এবং শুভেচ্ছা জানিয়েছিলেন। সানিকে শাহরুখ বলেছিলেন, “আমি সত্যিই খুব খুশি, এই সাফল্য তোমার প্রাপ্য।” গৌরীর সঙ্গেও তাঁর কথা হয়েছে বলে জানান সানি।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

“সময় সমস্ত আঘাত সারিয়ে দেয়। আমরাও এই বিশ্বাসে অতীতকে পিছনে ফেলে এসেছি। এটাই তো হওয়া উচিত”, এমনটাই বলেছিলেন সানি। সেই কথাই যেন রাখলেন দুই তারকা। ‘গদর ২’র সাফল্যের পার্টিতে একেবারে একে অন্যের কাঁধে হাত দিয়ে বেরিয়ে এলেন পাপারাজ্জির ক্যামেরার পোজ দেওয়ার জন্য। তারপর শাহরুখকে জড়িয়ে ধরলেন সানি।

আমির খান, অজয় দেবগন, কাজল, কার্তিক আরিয়ান, সিদ্ধার্থ মালহোত্রা, কিয়ারা আডবাণী, সারা আলি খান, কৃতী স্যানন উপস্থিত ছিল। ছেলের সাফল্য উদযাপন করতে ধর্মেন্দ্রও এসেছিলেন। ছবির পাঁচশো কোটির ক্লাবে পৌঁছানো শুধুই সময়ের অপেক্ষা।

[আরও পড়ুন: পাহাড়ে ‘প্রধান’-এর শুটিং, বিকট শব্দে পড়ল বাজ, চমকে দেওয়া ভিডিও শেয়ার করলেন দেব]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement