সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জওয়ান জ্বরে আক্রান্ত গোটা দুনিয়া। শাহরুখ আপাতত ব্যস্ত ছবির লাস্ট মিনিটে প্রচারে। ঠিক এরই মাঝে মুখে হাসি প্রাক্তন এনসিবিকর্মী সমীর ওয়াংখেড়ে। আরিয়ানের মাদককাণ্ডে যে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছিল সমীরের বিরুদ্ধে, তা থেকেই স্বস্তি মিলল।
সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল , মাদককাণ্ডে শাহরুখপুত্র আরিয়ান খান গ্রেপ্তার হওয়ার পরে, আরিয়ানকে জেল থেকে ছাড়ার জন্য নাকি শাহরুখের কাছে ২৫ কোটি টাকা ঘুষ চেয়েছিলেন তৎকালীন এনসিবি কর্তা সমীর ওয়াংখেড়ে। ঘুষ নেওয়ার এই ঘটনা নিয়ে জলঘোলা চলছিল বহুদিন। শেষমেশ, সেই মামলায় স্বস্তি পেলেন নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর প্রাক্তন সমীর ওয়াংখেড়ে।
খবর অনুযায়ী, এই মামলাতেই বুধবার তাদের পর্যবেক্ষণ জানাল সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল ওরফে সিএটি। এই নির্দেশে সিএটি জানিয়েছে, ওয়াংখেড়ের বিরুদ্ধে ওঠা অভিযোগের জন্য তৈরি করা বিশেষ তদন্তকারী দলে এনসিবির ডেপুটি ডিরেক্টর জেনারেল র থাকার কথাই নয়। জ্ঞানেশ্বর সিংহই নাকি ওয়াংখেড়েকে কর্ডেলিয়া ক্রুজের সংক্রান্ত মাদককাণ্ডের তদন্তের ভার দিয়েছিলেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.