Advertisement
Advertisement

Breaking News

সলমন খান

ভারী বৃষ্টি মাথায় সাইকেল চালিয়েই ‘দাবাং থ্রি’ সেটের উদ্দেশে সলমন, ভাইরাল ভিডিও

ভাইজানের কাণ্ডকারখানায় অবাক মু্ম্বইবাসী৷

Amidst heavy rains, Salman Khan rides bicycle to reach the set
Published by: Sandipta Bhanja
  • Posted:September 7, 2019 2:56 pm
  • Updated:September 7, 2019 2:57 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  বাণভাসী মুম্বই। রাতভোর এক করে চলছে বৃষ্টি৷ লাগাতার বর্ষণে জল থইথই চতুর্দিক৷ তবে প্রকৃতির এসব পরিহাসের মধ্যেই মুম্বইবাসী দেখলেন নজির ভাঙা এক দৃশ্য৷ তিনি সলমন খান৷ লাগাতার বৃষ্টি, জলমগ্ন রাস্তা সব কিছুকে উপেক্ষা করেই মু্ম্বইয়ের রাস্তায় সাইকেল অভিযানে বেরোলেন সলমন খান! ভাইজানের এই ধরনের কাণ্ডকারখানার দেখে অবাক হয়েছেন অনেকেই৷ ভাবাই যায় না!  

[আরও পড়ুন: নিম্নরুচির পরিচয়, রানু প্রসঙ্গে লতা মঙ্গেশকরকে পালটা দিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত এডিটর]

তারকা সুলভ আচরণ তো দূরের কথা৷ বরং বৃষ্টি মাথায় করে যানজটের মধ্য দিয়েই এ গাড়ি ও গাড়িকে পাশ কাটিয়ে তুখোড় গতিতে সাইকেল চালিয়ে চলছেন ভাইজান৷ পরনে কালো হাফপ্যান্ট, রেইন জ্যাকেট, পায়ে কালো বুট৷ কারণ? নির্ধারিত সময়ের মধ্যেই ‘দাবাং থ্রি’র শুটিং সেটে পৌঁছতে হবে সলমনকে৷ বেশি বৃষ্টি হলে যানজটে মুম্বইয়ের রাস্তায় ঘণ্টার পর ঘণ্টা গাড়ি আটকে থাকা কোনও নতুন বিষয় নয়৷ আর সেই যানজটের খপ্পর থেকে বাঁচতে নিজেই সাইকেল নিয়ে সেটের উদ্দেশে রওনা দিলেন সলমন৷

Advertisement
বোনের বাড়ির গণপতি বিসর্জনে বৃষ্টির মধ্যেই সলমনের চরম নাচ

 

আশার বাণী শোনাতে পারেনি আবহাওয়া দপ্তরও৷ বরং হাওয়া অফিসের পূর্বাভাসে এখনও অশনি সংকেত দেখছেন আরব সাগরের তীরের মায়ানগরীর বাসিন্দারা। কারণ, পূর্বাভাস অনুযায়ী আগামী আরও দিন কয়েকের মধ্যে সম্ভবত আরও ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভিজবে বাণিজ্যনগরী৷ এর আগে একটানা বৃষ্টিতে ব্যাহত হয়েছিল রেল এবং বিমান পরিষেবাও৷ তার উপর আবারও ভারী বৃষ্টির আশঙ্কায় দুশ্চিন্তায় স্থানীয় বাসিন্দারা৷

[আরও পড়ুন: বৃক্ষরোপনের জন্য ৪২ লক্ষ টাকা দান, প্রশংসনীয় উদ্যোগ কঙ্গনার ]

অন্যদিকে, ‘দাবাং থ্রি’র চুলবুল পাণ্ডেকে দেখতে সলমন ভক্তরা যখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন, ভাইজানও কিন্তু পর্দায় সেই চমক আনতে কোনওরকম কসরত ছাড়ছেন না৷ বৃষ্টির জেরে এমনিতেই দিন কয়েক পিছিয়েছে শিডিউল৷ কিন্তু ভাইজান আর দেরি করতে চাইছেন না৷ বরং এবার সময়ের মধ্যে ‘দাবাং থ্রি’র শুটিং শেষ করতে বদ্ধপরিকর তিনি৷ তাই বৃষ্টি, জলমগ্ন রাস্তা, যানজট সবকিছু উপেক্ষা করে সাইকেল নিয়েই বেরিয়ে পড়েছেন৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement