Advertisement
Advertisement

Breaking News

Nusrat Jahan

‘ভোটে এত মানুষ খুন হল, সাংসদ হয়ে আপনি জুয়ার বিজ্ঞাপন করছেন, ছিঃ’! কটাক্ষ নুসরতকে

রাজ্যে ভোটের উত্তপ্ত আবহে 'বেটিং অ্যাপ'-এর বিজ্ঞাপন করে মারাত্মক ট্রোলড নুসরত জাহান।

Amid WB election violence MP actor Nusrat Jahan's Video sparks controversy | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:July 9, 2023 4:21 pm
  • Updated:July 9, 2023 4:22 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পঞ্চায়েত ভোটে রক্তস্নাত বাংলা। রাজ্যের বিভিন্ন জেলায় ভোটের বলি হয়েছেন বহু মানুষ। কত মায়ের কোল খালি হয়েছে। প্রাণহানির ঘটনা থেকে গুরুতর জখম… বিশৃঙ্খল পরিস্থিতি বহু জায়গায়। শনিবার এক রক্তাক্ত ভোট-উৎসবের সাক্ষী থেকেছে গোটা বাংলা। আর রাজ্যের এমন উত্তপ্ত পরিস্থিতিতে সাংসদ হয়ে ‘বেটিং অ্যাপ’-এর বিজ্ঞাপনী ভিডিও শেয়ার করে মারাত্মক কটাক্ষের শিকার নুসরত জাহান।

প্রসঙ্গত, ভোট শেষ হলেও তার রেশ শেষ হয়নি! রাজ্যের বিভিন্ন জেলায় অশান্তি এখনও জারি। মনোনয়ন পর্বের গোড়া থেকেই বাংলাজুড়ে যে বেলাগাম হিংসার ছবি প্রকাশ্যে এসেছে, ভোটউৎসবের দিন তা আরও প্রকট! রবিবার সকালেও রাজনৈতিক কর্মীদের খুনের ঘটনার খবর প্রকাশ্যে আসছে। এমতাবস্থায় রাজ্যের শাসকদলের সাংসদ হয়ে নুসরত জাহানের জুয়া খেলার বিজ্ঞাপন কেউ মেনে নিতে পারেননি! অতঃপর বসিরহাটের সাংসদ তথা অভিনেত্রীকে তুলোধোনা করতেও ছাড়লেন না তাঁরা।

Advertisement

নেটপাড়ার নীতিপুলিশদের প্রশ্ন, “বাংলায় যেভাবে ভোটে অশান্তি, হিংসার সৃষ্টি হয়েছে, এর মাঝে নবীন প্রজন্মকে জুয়া খেলার প্ররোচনা জোগাচ্ছেন আপনি?” শনিবার ভোট অশান্তি নিয়ে যখন গোটা রাজ্য তোলপাড়, সেইসময়েই এই বিজ্ঞাপনী ভিডিও শেয়ার করেন নুসরত জাহান। আর তাতেই ক্ষুব্ধ আমজনতা।

কারও প্রশ্ন, ‘পঞ্চায়েতে কতগুলো খুন হয়েছে দেখুন। আপনি তো সাংসদ। তার উপর সেলেব্রিটি ক্যাম্পেইনার। অন্তত মেরুদণ্ডটা শক্ত রাখুন। আপনাদের উসকানিতে এতগুলো লোক মরছে। রাতে ঘুম হয়?’ আবার কারও মন্তব্য, ‘আপনি নাকি সাংসদ। লজ্জা লাগা দরকার। আপনি বিরক্তিকর মানুষ একটা। এসব না করে একবার খোঁজ নিয়ে দেখুন কতজন পঞ্চায়েত ভোটে খুন হল। আপনাকে দেখতে কেউ আগ্রহী নন। আপনার কোনও সম্মান নেই।…’

[আরও পড়ুন: সিগারেট হাতে নিয়েই সঞ্চালনা, সলমনের কীর্তি ভাইরাল হতেই বিতর্ক তুঙ্গে! ধেয়ে এল কটাক্ষ]

আবার জনৈক নেটাগরিকের মন্তব্য, ‘সাংসদ হিসেবে জুয়া খেলার প্রচার করতে আপনার লজ্জা লাগে না?’ সবমিলিয়ে নুসরত জাহানের রিল ভিডিও নিয়ে তোলপাড় নেটপাড়া।

[আরও পড়ুন: পঞ্চম বিয়ের পথে পরীমণি? ‘বউ’ হওয়ার প্রস্তাব দিলেন বাংলাদেশের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement