Advertisement
Advertisement
Salman Khan

Salman Khan: বক্স অফিসে হিট ‘টাইগার ৩’! তবু ছেঁড়া জুতো পরেই সিনেমার প্রচারে সলমন, কেন জানেন?

ভাইজানের কীর্তি দেখে ভক্তদের শোরগোল।

Amid Tiger 3 success Salman Khan sports torn shoes at IFFI | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:November 23, 2023 8:16 pm
  • Updated:November 23, 2023 8:16 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছর খানেক বাদে মন্দা কেরিয়ারের গ্রাফ উঠেছে। একের পর এক ফ্লপ দিয়ে দিওয়ালির মরশুমে অবশেষে ফাঁকা মাঠে ‘টাইগার’ গর্জন ছেড়েছেন। হিটের মুখ দেখলেও ‘পাঠান’, ‘জওয়ান’-এর রেকর্ড ভাঙতে ব্যর্থ! কিন্তু ‘টাইগার ৩’র (Tiger 3) সাফল্যের পরও ছেঁড়া জুতো পরেই আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র উৎসবের মঞ্চে সিনেমার প্রচার করতে নামলেন সলমন খান (Salman Khan)।

সম্প্রতি আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র উৎসবে (IFFI) যোগ দিতে গোয়াতে গিয়েছিলেন ভাইজান। তাঁর প্রযোজনা সংস্থার ব্যানারেই তৈরি ‘ফারে’ ছবির প্রচারে যখন সলমন মঞ্চে উঠেছেন, তখন তাঁর পায়ের দিকে পাপারাৎজ্জিদের নজর যায়। তাঁদের ক্যামেরার লেন্সেই ধরা পড়ল বলিউড সুপারস্টারের ছেঁড়া জুতো। যে ছবি মুহূর্তের মধ্যে নেটপাড়ায় দাবানল গতিতে ভাইরাল হয়ে যায়। কোটি কোটি টাকার মালিক হয়েও সলমনের এমন সাদামাটা অভ্যেস নজর কাড়ে সকলের। ভাইজানের এমন কীর্তি দেখে ভক্তদেরও শোরগোলের অন্ত নেই।

Advertisement

[আরও পড়ুন: ‘পাঠান’, ‘জওয়ান’-এর পথে শাহরুখের ‘ডাঙ্কি’ও? মুক্তির আগেই লাভের ঘরে ১০০ কোটি]

কারও মন্তব্য, “এই তো এবার নতুন ট্রেন্ড শুরু হল বলে!” আবার কেউ বলছেন, “এই জুতো জোড়া সম্ভবত উনি পরে আরাম পান।” আবার ভাইজান ভক্তদের কারও দাবি, “আরে উনি সলমন খান, ওঁর দেখনদারির প্রয়োজন পড়ে না।” প্রসঙ্গত, ‘টাইগার ৩’র সুবাদে বছর চারেকের ফ্লপ কেরিয়ার ঘুরে দাঁড়িয়েছে ভাইজানের। ইতিমধ্যেই গোটা বিশ্বে ৪৫০ কোটি টাকার উপর ব্যবসা করে ফেলেছে এই ছবি। ৩০০ কোটি বাজেটের এই ছবি নিয়ে যতটা আশা-প্রত্যাশা ছিল, ভক্তরা দেখে উচ্ছ্বাস প্রকাশ করলেও সিনে সমালোচকরা কিন্তু মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন।

[আরও পড়ুন: প্রথম প্রেম কি ভোলা যায়? কাপুরবধু হয়েও করণের শোয়ে প্রাক্তন সিদ্ধার্থকে নিয়ে ‘আগল খোলা’ আলিয়া]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement