Advertisement
Advertisement

Breaking News

টলিউডে করোনা আক্রান্ত

করোনা আতঙ্কের মাঝেই লন্ডনে পাড়ি মিমির, সুইজারল্যান্ড সফর বাতিল অঙ্কুশ-ঐন্দ্রিলার

বিশেষ কাজের জন্যই শুক্রবার লন্ডনে উড়ে যেতে হল তৃণমূল সাংসদ মিমিকে।

Amid of Corona outbreak, Mimi Chakraborty flew down to London
Published by: Sandipta Bhanja
  • Posted:March 13, 2020 3:58 pm
  • Updated:March 13, 2020 4:01 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুখে মাস্ক। কলকাতা বিমানবন্দর থেকে ছবি পোস্ট করলেন সাংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তী। বিশ্বজুড়ে করোনা আতঙ্কের মাঝেই পাড়ি দিলেন বিদেশে। উড়ে গেলেন করোনা আক্রান্ত লন্ডনের উদ্দেশে। ব্রিটেনে রীতিমতো মহামারীর আকার ধারণ করেছে করোনা। রোজ লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। লন্ডন সফর করেই করোনা আক্রান্ত হয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্ত্রী সোফি গ্রেগরি ট্রুডো। আর সেখানেই কিনা যাচ্ছেন মিমি!

সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করতেই কমেন্টবাক্সে হুড়মুড়িয়ে মিমি-অনুরাগীদের সাবধানবার্তা উপচে পড়েছে। বিশেষ কাজের জন্যই যে এমন ভয়ঙ্কর পরিস্থতির মাঝে লন্ডন যাচ্ছেন, সেকথাও জানিয়েছেন তৃণমূল সাংসদ। ক্যাপশনে লিখেছেন, “কাজের প্রতিশ্রুতি রক্ষায় আজই লন্ডনে উড়ে যাচ্ছি। সবরকম সতর্কতামূলক ব্যবস্থা নিয়ে নিয়েছি আগেভাবেই। বাকি কী হবে জানা নেই!” দিন কয়েক আগেই মাস্ক পরে মায়ের একটি ছবি শেয়ার করেছিলেন মিমি চক্রবর্তী। করোনা সংক্রমণ এড়াতে তাঁর মাও যে বিশেষ সাবধানতা অবলম্বন করেছেন, সেই বার্তা দিয়ে লিখেছেন, “বাসে-ট্রেনে সফর করার সময় সাবধানে থাকুন। বার বার হাত ধোবেন, মাস্ক ব্যবহার করুন, রাস্তার খোলা খাবার খাবেন না, স্ট্রিটফুড এড়িয়ে চলুন, হাঁচি-কাশি থেকে দূরে থাকুন, কোনও ব্যক্তি আপনার পাশে বসে কাশলে তাঁর থেকে তিন হাত দূরত্ব বজায় রাখুন। পরিস্কার জামাকাপড় পরুন।”

Advertisement

[আরও পড়ুন: মহাশ্বেতা দেবীর জীবন অবলম্বনে অরিন্দমের নয়া ছবি, মুখ্য ভূমিকায় গার্গী রায়চৌধুরি ]

অন্যদিকে, টলিউডের আরেক সেলেবজুটি আঙ্কুশ-ঐন্দ্রিলাও করোনার জেরে বাতিল করেছেন তাঁদের প্যারিস-সুইজারল্যান্ড সফর। প্রতি বছরই ঘুরতে যান তাঁরা। আর তাই এবারেও আগেভাগে শুটিং সেরে নিয়ে শিডিউল ফাঁকা রেখেছিলেন। ১৪ মার্চ যাওয়ার কথা ছিল। ফিরতেন ২ এপ্রিল। কিন্তু করোনা এমন মহামারী আকার নেওয়ায় অগত্যা সব প্ল্যান বাতিল করতে হল তাঁদের। পাশাপাশি সবাইকে সাবধানে থাকার পরামর্শও দিয়েছেন অঙ্কুশ। মাস্ক পরে ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে সাবধানবার্তা দিয়েছেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।   

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Sobai valo theko .. sabdhane theko 🙏🏻

A post shared by Ankush (@ankush.official) on

[আরও পড়ুন: আবর্জনা সরিয়ে পার্ক ও পরিবেশবান্ধব কনফারেন্স হল, নিজের কেন্দ্রে কাজের নজির সাংসদ মিমির়়]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement