Advertisement
Advertisement

Breaking News

Rekha

সহকারীর সঙ্গে লিভ-ইন! বিতর্কের মাঝেই ফরজানাকে নিয়ে ‘রকি রানি’ দেখতে গেলেন রেখা

মুম্বইয়ের রাস্তায় দাপটের সঙ্গে ফরজানাকে নিয়ে বেরলেন অভিনেত্রী।

Amid live in controversy Rekha went to watch Rocky Rani with secretary Farzana | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:July 28, 2023 2:51 pm
  • Updated:July 28, 2023 2:51 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহিলা সহকারী ফরজানার সঙ্গে নাকি সহবাস করেন রেখা!  সম্প্রতি অভিনেত্রীর আত্মজীবনীর এমন বিস্ফোরক দাবী নিয়ে সমাজ মাধ্যমের পাতায় শোরগোল পড়ে গিয়েছিল। তবে চিরকালই বিতর্ককে বুড়ো আঙুল দেখিয়ে নিজের শর্তে বাঁচেন। ব্যক্তিগতজীবন হোক কিংবা সিনেপর্দা, বারবার সমাজের প্রচলিত ধ্যান-ধারণাকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে তাঁর ছকভাঙা চিন্তাধারা। এবারও বিতর্কের মাঝেই নিজের গাড়িতে মহিলা সহকারীকে পাশে বসিয়ে সিনেমা দেখতে ছুটলেন রেখা।

প্রসঙ্গত, ‘রেখা: দ্য আনটোল্ড স্টোরি’তে দাবি করা হয়েছে, ব্যক্তিগত মহিলা সহকারি ফরজানার সঙ্গে একত্রবাস করেন রেখা। এমনকী নায়িকার শয়নকক্ষে একমাত্র তাঁরই অবাধ যাতায়াত। বাড়ির পরিচারকদেরও রেখার বেডরুমে পা রাখার অনুমতি নেই।” ইয়াসির উসমানের লেখা বইটিতে অভিনেত্রীর ব্যক্তিগতজীবনের এমন কিছু রহস্যময় তথ্য রয়েছে, যা প্রকাশ্যে আসতেই চর্চা তুঙ্গে। নায়িকার বেডরুম সিক্রেট সম্পর্কিত তথ্য রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে। যদিও এই বিতর্ক নিয়ে লেখক সম্প্রতি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, গুজব ছড়ালে আইনি পদক্ষেপ করবেন।
তাঁর প্রশ্ন, “এখনও কেন মহিলাদের টার্গেট করা হয়?” তবে রেখা এসব বিতর্ক, কুকথা, সমালোচনা থেকে শতহস্ত দূরে।

Advertisement

[আরও পড়ুন: ক্লান্ত পথিকরা শুধু মুখে না ফিরে যান! ‘মানবিক’ অরিজিতের বাড়ির সামনে রাখা জল-নকুলদানা]

বৃহস্পতিবার রাতে নিজের বাড়ি থেকে ফরজানার সঙ্গে বেরলেন। তারপর একই গাড়িতে সহকারিকে পাশে বসিয়ে সোজা চলে গেলেন যশরাজ স্টুডিওতে। যেখানে করণ জোহর পরিচালিত ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র স্পেশ্যাল স্ক্রিনিং আয়োজিত হয়েছিল। আর ছবির নায়িকা আলিয়া ভাট তাঁর খুবই পছন্দের। পরনে সাদা শাড়ি, একেবারে গ্ল্যামারাস অবতারে স্ক্রিনিংয়ে পৌঁছলেন রেখা। এত বিতর্কের মাঝেও পাপ্পারাজিদের দেখে করজোরে প্রণাম করলেন। হাসিমুখে অভিবাদন সারলেন। আসলে এটাই তো ‘বলিউডের এভারগ্রিন দাপুটে’ রেখার পরিচয়।

[আরও পড়ুন: ‘আমি প্রেমিক, বিকৃত-দোষী নই’! নবনীতার সঙ্গে বিচ্ছেদের উত্তাল সময়ে উপলব্ধি জিতুর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement