Advertisement
Advertisement
Ranveer Deepika

‘রণবীর থাকতেও একাধিক পুরুষসঙ্গ!’, বিতর্কিত মন্তব্যে কটাক্ষ শুনলেও ‘ডোন্ট কেয়ার’ দীপিকা

বিতর্কের মাঝেই ঝাঁজালো রণবীর-দীপিকা।

Amid KWK row Ranveer Singh reacts to Deepika Padukone's reel | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:October 29, 2023 6:25 pm
  • Updated:October 29, 2023 6:25 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউড নিয়ে করণ জোহরের ফোড়ণ! আর কাউচে সেলিব্রিটি। সঙ্গে গরম কফি। গল্প জমবে না? আলবাৎ জমবে! প্রথম পর্বেই বোমা ফাটিয়ে দিয়েছেন সঞ্চালক জোহর। কারণ অতিথি হিসেবে যে তারকাদম্পতি হাজির ছিলেন, তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহলের অন্ত নেই। রণবীর-দীপিকার (Ranveer Singh Deepika Padukone) দৌলতে শুক্রবার মাঝরাত থেকেই সংবাদের শিরোনামে ‘কফি উইথ করণ’।

করণ জোহরের প্রশ্নবাণের সম্মুখীন হয়ে দীপিকা যে বিস্ফোরণ ঘটিয়েছেন, বিগত দুদিন ধরেই নেটপাড়ার চর্চায় সেই এপিসোড। কথাচ্ছলেই অভিনেত্রী বলেন, “আমি মন থেকে রণবীরকে ভালোবাসলেও গোড়ার দিকে আমি একাধিক পুরুষকে ডেট করেছি।” আর সেই বিষয়টিকে নিয়েও নেটপাড়ার শোরগোল। বলিপাড়ার প্রথমসারির অভিনেত্রীকে তুলোধনা করতেও ছাড়েননি একাংশ।

Advertisement

প্রসঙ্গত, ‘কফি উইথ করণ’ শো নিয়ে সমালোচনা-বিতর্কের অন্ত নেই। বহু বড় তারকাদের হাঁড়ির খবর বের করতে করণ জোহরের জুড়ি মেলা ভার! সেলেবদের ব্যক্তিগতজীবন থেকে বেডরুম সিক্রেট একাধিক তথ্য ফাঁস হয়েছে এই শোয়েই। এবার রণবীর-দীপিকার প্রেম-বিয়ে নিয়েও সেরকমই এক তথ্য প্রকাশ্যে আসে। কী এমন বলেছিলেন দীপিকা? অভিনেত্রীকে বলতে শোনা যায়, “আমার অনেকগুলো টক্সিক, ভুল সম্পর্কের পর কিছুদিন একা থাকতে চেয়েছিলাম। কারও সঙ্গে নিজেকে জুড়তে চাইনি। কমিটেড হতে চাইনি । আবার জীবনের পুরো মজাও উপভোগ করতে চেয়েছিলাম কারণ তখন আমার সেই বয়সটাই ছিল। তারপরই রণবীরের সঙ্গে আলাপ হয়। কিন্তু আমরা কমিটেড ছিলাম না। মন থেকে ভালোবাসতাম ঠিকই। কিন্তু যতদিন না রণবীর আমাকে প্রস্তাব দিয়েছে, ততদিন আমরা অন্য অনেকের সঙ্গে ডেটে যেতাম। আবার একে অপরের কাছে ফিরেও আসতাম। অন্য কারও সঙ্গে কথা বলে সেই মানসিক শক্তি পেতাম না। তাই মন থেকে শুধু ওর সঙ্গেই কমিটেড ছিলাম, যতই অন্য কাউকে ডেট করি না কেন!”

[আরও পড়ুন: ‘গোটা দেশে জুড়ি মেলা ভার’, কলকাতা পুলিশে মুগ্ধ ঋদ্ধি সেন]

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by दीपिका पादुकोण (@deepikapadukone)

ব্যস এমন মন্তব্যের পরই নেটপাড়ার নীতিপুলিশেরা দীপিকার উদ্দেশে রে-রে করে উঠেছেন। কেউ কেউ তাঁর চরিত্রকেও দাগিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। তবে সেসব কটাক্ষ, সমালোচনাকে বুড়ো আঙুল দেখিয়া ‘মিঞা-বিবি’ রয়েছেন বহাল তবিয়তে। রবিবার এক রিল পোস্ট করে সেটা বুঝিয়েও দিলেন রণবীর-দীপিকা। সেখানে স্ত্রীয়ের রূপ দেখে অভিনেতার মন্তব্য, “মরেই গেলাম…।” করণ জোহরও দীপিকার প্রশংসা করে ‘কফি উইথ করণ’-এর বিতর্ককে হালকা করতে চেয়েছেন।  

[আরও পড়ুন: ‘রূপে লক্ষ্মী…’, নিজে হাতে ভোগ রেঁধে সিঙ্গাপুরে কোজাগরী আরাধনা ঋতুপর্ণার, দেখুন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement