সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিদেশের মাটিতে হৃতিক রোশনের শো ঘিরে যখন একের পর এক বিতর্ক, তখন বলিউড সুপারস্টারের সেদিকে বিন্দুমাত্র ভ্রুক্ষেপই নেই! তিনি মজে নিক-প্রিয়াঙ্কার সঙ্গে আড্ডায়। শুক্রবার নিক জোনাসের ‘দ্য লাস্ট ফাইভ ইয়ারস’ শোয়ে প্রেমিকা সাবা আজাদকে নিয়ে যোগ দিয়েছিলেন হৃতিক। সেখানেই ‘কৃশ’ কো-স্টার প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে আড্ডায় মজেন বলিউডের অভিনেতা তথা হবু পরিচালক।
‘কহো না প্যায়ার হ্যায়’ সিনেমা দিয়ে শিকে ছিঁড়ে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে পঁচিশ বসন্ত কাটিয়ে ফেলেছেন হৃতিক রোশন। আর সেই প্রেক্ষিতেই রজত জয়ন্তী উদযাপনে বর্তমানে মার্কিন মুলুকে চুটিয়ে শো করছেন অভিনেতা। উপরন্তু ‘ওয়ার ২’ ছবির কাজ শেষ হলে মাসখানেকের মধ্যেই ‘কৃশ ৪’-এর পরিচালনায় হাত দেবেন তিনি। তার প্রাক্কালেই বিদেশে ঘোরার পাশাপাশি শো করছেন হৃতিক। শুক্রবার তার ফাঁকেই নিক-প্রিয়াঙ্কার সঙ্গে দেদার আড্ডা দেন সাবা-হৃতিক। সেই সাক্ষাতের ছবি শেয়ার করে ‘পরদেশি জামাই’য়ের প্রশংসায় পঞ্চমুখ বলিউড সুপারস্টার। নিক-প্রিয়াঙ্কার সঙ্গে ছবি দিয়ে হৃতিক লিখেছেন, ‘ভেবেছিলাম, বন্ধুদের সঙ্গে রাতটা শুধু মজা করেই কাটাব, তবে ‘দ্য লাস্ট ফাইভ ইয়ারস’ দেখে দারুণ এক অভিজ্ঞতা নিয়ে বেরলাম। যা আগে কখনও হয়নি। কোনওদিন ভুলব না। নিক জোনাস তুমি সত্যিই অসাধারণ। কী অসাধারণ পারফরম্যান্স। দারুণ একটা অনুষ্ঠান। থিয়েটার, গান-বাজনা, আড্ডা আর রকমারি খাবার সহযোগে এমন অসাধারণ একটা রাত উপহার দেওয়ার জন্য প্রিয়াঙ্কা তোমাকে ধন্যবাদ।’
View this post on Instagram
এদিকের হৃতিকের পোস্টের পরই ‘কৃশ ৪’ ছবিতে প্রিয়াঙ্কা চোপড়ার প্রত্যাবর্তন নিয়ে জল্পনা শুরু হয়েছে। অনুরাগীরা আবার দাবি রেখেছেন, ‘নিক জোনাসের একটা গান থাকলেও মন্দ হয় না!’ এদিন হৃতিকের সঙ্গে সাবা আজাদও ছিলেন, যিনি নিজেও গানবাজনার পাশাপাশি থিয়েটার পরিচালনা করেন। অতঃপর নিকের শো যে তাঁরও বেশ মনে ধরেছে, তা বলাই বাহুল্য। বলিউড মাধ্যম সূত্রে খবর, টাইম ট্রাভেলের প্রেক্ষাপটে তৈরি হবে ‘কৃশ’ ছবির চতুর্থ ফ্র্যাঞ্চাইজি। যেখানে হলিউডি কায়দায় ‘ইনফিনিটি ওয়ার’ এবং ‘এন্ডগেম’-এর ছায়া দেখা যেতে পারে। ঘনিষ্ঠ সূত্র মারফৎ জানা গেল, গল্পে তিনটি সময়কাল দেখানো হবে। ত্রিকালের প্রেক্ষাপটে ট্রিপল রোলে অভিনয় করবেন হৃতিক রোশন। তার সঙ্গে পারিবারিক আবেগ, সম্পর্কের রসায়নও উপকরণ হিসেবে মজুত থাকবে ‘কৃশ ৪’-এ। শুধু তাই নয়, এই চতুর্থ ফ্র্যাঞ্চাইজির সিনেমায় নাকি প্রীতি জিন্টারও প্রত্যাবর্তন ঘটতে চলেছে। থাকছেন বিবেক ওবেরয় এবং রেখাও। কাস্টিং তালিকায় নোরা ফতেহির নাম যোগ হওয়ার সম্ভাবনাও রয়েছে। তুখড় অ্যাকশন সিকোয়েন্সে দেখা যেতে পারে অভিনেত্রীকে। জানা গেল, এই ছবিতে ভিএফএক্স খুব গুরুত্বপূর্ণ। বেশ কয়েকবার খসড়ার পর শেষমেশ চূড়ান্ত হয়েছে ‘কৃশ ৪’-এর চিত্রনাট্য।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.