সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৫৬ রামদুলাল স্ট্রিট। ঐতিহ্যবাহী দোকানের পুরো নাম ‘গিরীশচন্দ্র দে ও নকুড়চন্দ্র নন্দী’। ১৮০ বছর ধরে বাঙালির মিষ্টিমুখের অন্যতম ঠিকানা। ‘খাদান’-এর (Khadaan) বক্স অফিস জয়যাত্রার মাঝে সেখানেই রথ থামালেন ‘রাজার রাজা’। ভিড় ঠেলে দোকানের কাউন্টারে গিয়ে তিন বাক্স সন্দেশ কিনলেন। এদিকে টলিউড সুপারস্টারকে দেখে ছেঁকে ধরার উপক্রম লাইনে দাঁড়িয়ে থাকা অনুরাগীদের! তবে কার জন্য এত কসরত করলেন দেব (Dev)?
রবিবার ছিল, ‘খাদান’ পরিচালক সুজিত দত্ত রিনোর জন্মদিন। স্টার থিয়েটারে হল ভিজিট করে ফেরার পথে গাড়িতেই পরিচালকের সঙ্গে আড্ডায় মাতেন অভিনেতা। তাঁকে সুপারটহিট ‘খাদান’ উপহার দেওয়ার জন্য ধন্যবাদও জানান। সেখানেই তিনি সুজিতকে বলেন, “আজ মনটা দারুণ খুশি। আমাকে এত ভালো একটা ছবি উপহার দিয়েছ, আর তোমাকে সারপ্রাইজ দেব না! নর্থ কলকাতার একটা বিখ্যাত জিনিস খাওয়াব।” ব্যস যেমন প্ল্যান, তেমন কাজ! বিলাবহুল গাড়ি থামালেন নকুড়ের দোকানের সামনে। সকলের মাঝে ভিড় ঠেলেই দোকানে গিয়ে বিশেষ মিষ্টি কিনে বিল মেটালেন। শুধু তাই নয়, দোকানের সামনেই বসে থাকা এক দুস্থ পথবাসীকে মিষ্টির প্যাকেট দিলেন। আবার ভক্তদের কারও আবদার মেটাতে সেলফি তুললেন। সেসব মিষ্টি মুহূর্ত নিজেই এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন দেব।
আজ মনটা সত্যি ভালো
তার কারণ আপনারা
খাদানের জন্য ধন্যবাদ 🙏#Khadaan @SurinderFilms @devpl_official pic.twitter.com/qLp6Kb8BhI— Dev (@idevadhikari) December 29, 2024
এর পর গাড়িতে উঠেই ‘খাদান’-সহ জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে পরিচালকের মুখে সন্দেশ তুলে দিলেন সুপারস্টার। এদিকে ৯ দিনে সাড়ে ৭ কোটির বেশি ব্যবসা করে তাক লাগিয়েছে তাঁদের ছবি। এই বছরের সবথেকে বেশি ব্যবসা করা সিনেমার তালিকায় ‘বহুরূপী’র পরই দ্বিতীয় স্থানে নাম তুলে ফেলেছে ‘খাদান’। এবার সিক্যুয়েলের অপেক্ষা। এবারের ছবিতে তিনি ক্রিয়েটিভ ডিরেক্টর ছিলেন, সিক্যুয়েলে কি নিজেই পরিচালকের আসনে বসবেন? এহেন জল্পনা ইতিমধ্যেই শোনা যাচ্ছে ইন্ডাস্ট্রির অন্দরে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.