Advertisement
Advertisement

Breaking News

Raghu Dakat

‘রঘু ডাকাত’-এর জন্য প্রস্তুতি শুরু দেবের, পরিচালক ধ্রবকে নিয়ে সদলবলে মিটিং ‘খাদান’ সুপারস্টারের

'খাদান' সাফল্য, 'বিনোদিনী' রিলিজের প্রাক্কালে চূড়ান্ত ব্যস্ততা, তার মাঝেই 'রঘু ডাকাত'-এর জন্য প্রস্তুতি শুরু দেবের।

Amid Khadaan success Dev is busy with Raghu Dakat's pre production
Published by: Sandipta Bhanja
  • Posted:January 9, 2025 7:40 pm
  • Updated:January 9, 2025 7:40 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিকে বক্স অফিসে বিজয়রথ ছোটানো ‘খাদান’, অন্যদিকে ‘বিনোদিনী’ রিলিজের প্রাক্কালে প্রযোজক হিসেবেও দেবের (Dev) ব্যস্ততা তুঙ্গে। নিত্যদিন কখনও হল ভিজিটে, আবার কখনও বা প্রচার করতে যেতে হচ্ছে। আর সেসবের মাঝেই এবার ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের ম্যাগনাম অপাস ‘রঘু ডাকাত’-এর (Raghu Dakat) প্রি প্রোডাকশন শুরু করলেন দেব। বৃহস্পতিবারই পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সদলবলে মিটিং করলেন টলিউড সুপারস্টার।

চব্বিশের খাতায় ‘টেক্কা’, ‘খাদান’-এর জয়গাথা। পঁচিশের জন্যও তৈরি দেব। নতুন বছরের শুরুতেই ‘রঘু ডাকাত’ লুকে কৌতূহলের পারদ চড়িয়েছেন টলিউড সুপারস্টার। সিঁদুরে কপাল, চাদরে ঢাকা মুখ। নিষ্ঠুর চোখ দেখে দেবের পরবর্তী রিলিজের জন্য ইতিমধ্যেই দিন গোনা শুরু করে দিয়েছেন দর্শক-অনুরাগীরা। পঁচিশের পুজোর মহাচমক ‘রঘু ডাকাত’। সেই সিনেমার জন্যই এবার প্রস্তুতি শুরু করে দিলেন ‘খাদান’ তারকা। লক্ষ্মীবারে গোটা টিম নিয়ে বৈঠকে বসেছিলেন তিনি। সেখানেই সিনেমার শুটিং শিডিউল থেকে সেট-সহ নানা বিষয়ে আলোচনা হল। সেই ছবি শেয়ার করে দেব নিজেই সোশাল মিডিয়ায় জানান দিয়েছেন যে তিনি ‘রঘু ডাকাত’-এর জন্য তৈরি। দেব-ধ্রুব জুটি এর আগেও গোলন্দাজ-এ চমক দিয়েছে, এই পিরিয়ড ড্রামার ক্ষেত্রেও যে তার অন্যথা হবে না, তা হলফ করে বলা যায়। টলিপাড়ার সূত্রের খবর, ছবির চিত্রনাট্য লেখা শেষ করেছেন ধ্রুব। দেবের সঙ্গে শুটিংয়ের তারিখ নিয়ে আলোচনা হয়েছে। এমনকী, মহারাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে নাকি ছবির কিছু দৃশ্যের শুটিং হওয়ার কথা। তা নিয়ে রেইকি চলছে।

Advertisement

২০২১ সালে ঠিক কালীপুজোর আগে ‘রঘু ডাকাত’ তৈরির কথা ঘোষণা করেছিলেন দেব ও পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। ছবির ফার্স্টলুক শেয়ার করে দেব লিখেছিলেন, ‘আজ এই নিশি অমাবস্যায় শক্তি আরাধনার এই পুণ্য লগ্নে এক অজানা কাহিনীর উন্মোচন – নীল বিদ্রোহে সামিল হয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করা রঘু ডাকাত।’ তারপর দীর্ঘ চার বছরের অপেক্ষা। এসভিএফ ও দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের যৌথ প্রযোজনায় তৈরি এই ছবি কি আদৌ তৈরি হবে? এই নিয়ে তৈরি হয় সংশয়। এতদিনে সেই সংশয় মিটল। নতুন বছরের পুজোতেই মুক্তি পাবে ‘রঘু ডাকাত’। নতুন পোস্টার প্রকাশ করেই তা জানিয়ে দেওয়া হল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement