Advertisement
Advertisement
Dev

রুক্মিণী নন, দেবের গলায় মালা দিলেন অন্য সুন্দরী! ভিডিও ঘিরে শোরগোল

প্রচারে গিয়ে এ কী ঘটল? দেখুন ভিডিও।

amid-election-campaign-lady-fan-put-garland-around-superstar devs-neck
Published by: Sandipta Bhanja
  • Posted:May 11, 2024 8:38 pm
  • Updated:May 11, 2024 8:40 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেব-রুক্মিণীর সম্পর্ক নিয়ে বরাবরই অনুরাগীদের কৌতূহল থাকে তুঙ্গে। কবে বিয়ে করবেন তাঁরা? সেই প্রশ্নে জেরবার দুই তারকা। যে কোনও সিনেমা রিলিজের আগে দেব হোক কিংবা রুক্মিণী, নাগালে এলেই এই প্রশ্নের সম্মুখীন হন দেব-রুক্মিণী। তবে এবার রুক্মিণী দেবের গলায় মালা দেওয়ার আগেই এক সুন্দরী ভোট প্রচারের ময়দানে সেই কাজ সেরে ফেললেন!

দেব শুধু রাজনীতিবিদ নন, অনেকের স্বপ্নের নায়কও বটে! তিনি সেই ‘খোকাবাবু’, যিনি ‘চ্যালেঞ্জ’ নিতে ভালোবাসেন। সেটা সিনেপর্দায় হোক বা রাজনীতির ময়দানে। আবার যাঁকে দেখলে নারীমহলের ‘পরাণ যায় জ্বলিয়া রে’। এবার ভোটপ্রচারের ময়দানে দেবকে দেখে আচমকাই রজনীগন্ধা-গোলাপের মালা হাতে ছুটে এলেন এক সুন্দরী। শুধু তাই নয়, তৃণমূলের সুপারস্টার প্রার্থীর গলায় মালাও পরিয়ে দিলেন তিনি। সেই তরুণীর কাছে এ যেন স্বপ্নপূরণ।

Advertisement

দেব বর্তমানে রাজ্যের বিভিন্ন প্রান্তে ভোটের প্রচারে ব্যস্ত। নির্বাচনী আবহে তাঁর ব্যস্ততা বেড়েছে দ্বিগুণ। কখনও উত্তরের জেলাগুলিতে ঢুঁ মারছেন আবার কখনও বা বর্ধমান, বাঁকুড়া, বীরভূমের তৃণমূল প্রার্থীদের হয়ে প্রচার করছেন। টলিউড সুপারস্টারকে দেখতে ভিড়ও হচ্ছে কাতারে কাতারে। সেরকমই এক নির্বাচনী প্রচারের ময়দানে এক সুন্দরী আচমকাই দেবের গলায় মালা দিলেন। শুধু কি তাই? স্বপ্নের নায়ককে দেখে তাঁর কাঁধে মাথা রেখে ছবিও তুললেন। আর তরুণীর এমন কাণ্ডে হতবাক হয়ে তৃণমূলের স্টার প্রার্থী যেন লাজুক হাসি লুকোতেই পারলেন না। সেই ক্যামেরাবন্দি মুহূর্তই বর্তমানে নেটপাড়ায় শোরগোল ফেলে দিয়েছে।

[আরও পড়ুন: প্রথা ভেঙে সাদা শাড়িতেই ‘বউ’ বেশে ইশা! ব্রাহ্ম মতে কার সঙ্গে বিয়ে সারলেন?]

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by TOLLYWOOD ONLINE (@tollyonline)

ভিডিও দেখে কারও রসিক প্রশ্ন, ‘এ বাবা দেবের বিয়েটা তাহলে হয়েই গেল?’ আবার কেউ কেউ প্রশ্ন ছুঁড়েছেন, ‘রুক্মিণী কি এই ভিডিওটি দেখেছেন?’ সেই উত্তর অধরা থাকলেও দেবের ভোট প্রচারের ময়দানে তরুণীদের এমন কাণ্ড-কারখানা নতুন নয়। এর আগেও বালুরঘাটে, রায়গঞ্জে প্রচার করতে গিয়ে তরুণী, কিশোরী ফ্যানদের থেকে গোলাপ পেয়েছেন তারকা প্রার্থী। আর এবার তো দেবের গলায় মালাই দিয়ে ফেললেন এক সুন্দরী!

[আরও পড়ুন: কেন আজও ‘আইবুড়ো’ ঋ? শুধু রচনার কাছেই বিয়ে না করার কারণ ফাঁস করলেন অভিনেত্রী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement