Advertisement
Advertisement

Breaking News

jeetu nabanita

জন্মদিনে ‘মরশুম বদলের’ ইঙ্গিত নবনীতার! বিচ্ছেদের মাঝেও জিতুর শুভেচ্ছা, ‘ভালো থেকো’

'ডিভোর্সের পরও এত্ত আদিখ্যেতা কেন?', জিতু-নবনীতাকে খোঁচা নেটপাড়ার।

Amid Divorce Jeetu Kamal wishes Nabanita Das on her birthday | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:August 3, 2023 1:58 pm
  • Updated:August 3, 2023 1:59 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়ের পর এই প্রথমবার একা জন্মদিন কাটাচ্ছেন নবনীতা দাস। ৩ আগস্ট অভিনেত্রীর জন্মদিন। প্রতিবছর আগের রাতে স্ত্রীয়ের জন্মদিন উদযাপন করতেন জিতু কামাল। কিন্তু এবারের দৃশ্যটা আলাদা। জিতুকে ছাড়াই জন্মদিন কাটাচ্ছেন নবনীতা। আর বুধবার রাতেই মরশুম বদলের ইঙ্গিত দিলেন অভিনেত্রী। ওদিতে বিচ্ছেদ বেদনার মাঝে নবনীতার জন্মদিন সেলিব্রেশনের পুরনো ভিডিও শেয়ার করে শুভেচ্ছাবার্তা জিতুর।

জন্মদিনের আগের রাতে নতুন ইঙ্গিত নবনীতা দাসের পোস্টে। শাহরুখ খানের ‘পাঠান’ সংলাপ ধার করে অভিনেত্রী লিখেছেন, “সিটবেল্ট শক্ত করুন। মরশুম বদলাতে চলেছে।” অন্যদিকে তার কিছুক্ষণের মধ্যেই সমাজ মাধ্যমের পাতায় পুরনো স্মৃতি উসকে দিয়ে জিতু কামালের মন্তব্য, “খুব খুব ভালো থেকো।” এদিকে গতমাসে ফলাও করে বিচ্ছেদ ঘোষণার পরও জিতু-নবনীতার এই পোস্ট দেখে খোঁচা নেটপাড়ার একাংশের। জিতুর পোস্টে যেমন তাঁরা কটাক্ষ করেছেন তেমন নবনীতাকেও ছেড়ে কথা বলেননি।

Advertisement

[আরও পড়ুন: ‘ইয়ে লাল ইশক…’, হাতে পলা-আয়স্ত! নতুন শুরুর ইঙ্গিত দিলেন নবনীতা?]

কেউ বলছেন, “এতই যখন ভালবাসেন, তাহলে ডিভোর্সটা করলেন কেন?” আবার কারও কটাক্ষ, “এই আপনাদের মতো তারকাদের জন্যই বিয়ে নামক প্রতিষ্ঠানের উপর বিশ্বাস হারিয়ে যাচ্ছে।” খোঁচা দিয়ে আবার কারও প্রশ্ন ‘ডিভোর্সের পরও এত্ত আদিখ্যেতা কেন?’

প্রসঙ্গত, সম্পর্ক ভাঙা-গড়া জীবনের একেকটা পর্যায়ে আসতেই থাকে। কিন্তু মাঝপথে যদি থেমে যায় সেই সম্পর্কের গতি? তা যে কোনও ব্যক্তির জন্যই সুখকর নয়। জীবনের ঠিক এমনই একটি বাঁকে এসে পৌঁছেছেন টলিউডের জনপ্রিয় জুটি জিতু-নবনীতা। একছাদের তলায় তাঁরা থাকছেন না। ডিভোর্সের জল্পনা তুঙ্গে উঠতেই নবনীতা সাফ জানিয়ে দিয়েছিলেন এই সম্পর্ক তিনি বহন করতে চান না, সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন। এদিকে স্ত্রীর মুখে বিচ্ছেদের কথা এলেও জিতু প্রকাশ্যে এখনও কিছুই বলেননি। তবে স্ত্রী নবনীতার নিন্দা তিনি শুনতে নারাজ। এমনকী তাঁকে নিয়ে কোনওরকম নিন্দা, সমালোচনা করতেও চান না অভিনেতা।

[আরও পড়ুন: ধর্মসংকটে ভক্ত! কষ্ট নিবারণে হাজির ‘শিবদূত’ অক্ষয়, ‘OMG 2’ ট্রেলারে নতুন চমক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement