Advertisement
Advertisement
Arjun Malaika

কীসের বিচ্ছেদ? ‘ব্রেক আপ’ জল্পনায় জল ঢেলে রবিবাসরীয় ‘লাঞ্চ ডেটে’ অর্জুন-মালাইকা

নিন্দুকদের মুখে ছাই দিয়ে প্রেমিকের বাহুডোরে 'ছাঁইয়া-ছাঁইয়া' গার্ল। দেখুন সেই ভিডিও।

Amid breakup rumours, Malaika Arora and Arjun Kapoor step out for Sunday lunch | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:August 27, 2023 6:26 pm
  • Updated:August 27, 2023 6:32 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অর্জুন কাপুর, মালাইকা অরোরার সম্পর্ক ভাঙার খবরে সরগরম বি-টাউন। দুই তরফেই সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট বহাল রেখেছেন। কেউ শান্তি খুঁজছেন তো কেউ বা আবার আবর্জনা কটাক্ষে নেটপাড়ায় শোরগোল ফেলছেন! সম্পর্কে ফাটল ধরার মাঝে তৃতীয় জনের প্রবেশের কথাও শোনা যাচ্ছিল। তবে এবার শত্তুরের মুখে ছাই দিয়ে রবিবাসরীয় ‘লাঞ্চ ডেটে’ দেখা গেল অর্জুন-মালাইকাকে।

প্রসঙ্গত, বলিউডে সম্পর্কের ভাঙা-গড়ার গুঞ্জন নতুন নয়! সম্প্রতি অর্জুন-মালাইকার (Arjun-Malaika) সম্পর্কে ভাঙনের কথা শোনা গিয়েছিল। তৃতীয়জন হিসেবে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তথা নবাগতা অভিনেতা কুশা কপিলার নামও রটেছিল। আর দিন দুয়েক ধরে তারকাজুটির বিচ্ছেদের খবরে যখন সরগরম নেটপাড়া, ঠিক তখনই জল্পনায় জল ঢেলে একসঙ্গে লেন্সবন্দি হলেন পাপ্পারাৎজিদের ক্যামেরায়।

Advertisement

রবিবার দুপুরে মুম্বইয়ের এক রেস্তরাঁ থেকে হাত ধরে বেরতে দেখা যায় জুটিকে। মালাইকার পরনে সাদা হাইওয়েস্ট কোঅর্ড সেট। আর অর্জুন চিরাচরিতভাবে ধরা দিলেন প্রিয় কালো পোশাকে। জুটির সেই ছবি ভাইরাল হতেও সময় নিল না। অবশেষে উদ্বিগ্ন অনুরাগীদের সান্ত্বনা।

[আরও পড়ুন: পাকিস্তান ভিলেন! ‘গদর ২’ নিয়ে প্রতিবেশী দেশের হুমকি, পালটা মোক্ষম জবাব সানি দেওলের]

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

প্রসঙ্গত, আরবাজ খানের সঙ্গে বিবাহ বিচ্ছেদের কিছুদিন পর থেকেই অর্জুন ও মালাইকার প্রেমের গুঞ্জন শোনা যায়। একটা সময়ের পর কেউই আর লুকোছাপা করেননি। মালাইকার থেকে প্রায় ১০ বছরের ছোট অর্জুন। অসমবয়সি প্রেম নিয়ে বিস্তর চর্চাও হয়েছে। তাতে দুই তারকা কখনও কান দেননি। শোনা যায়, গত বছর বান্দ্রায় মালাইকার বাড়ির পাশে ২০ কোটির একটি বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন অর্জুন। চলতিবছরে তাঁদের বিয়ের পিঁড়িতে বসার কথাও শোনা গিয়েছে।

[আরও পড়ুন: হেলিকপ্টারে চড়ে যোগীরাজ্যে পৌঁছলেন অক্ষয় কুমার, আচমকাই কেন উত্তরপ্রদেশে ‘খিলাড়ি’?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement