Advertisement
Advertisement

Breaking News

Nitesh Tiwari Ramayan

‘আদিপুরুষ থেকে শিক্ষা নিয়েছি’, রণবীর-আলিয়ার ‘রামায়ণ’ নিয়ে বিতর্ক চান না পরিচালক নীতেশ

নতুন 'রামায়ণ'-এ কাউকে চটাতে চাইছেন না পরিচালক।

Amid 'Adipurush' controversies Nitesh Tiwari confident his Ramayan won't offend | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:July 14, 2023 12:45 pm
  • Updated:July 14, 2023 12:45 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত একমাস ধরে ‘আদিপুরুষ’ নিয়ে দেশে লঙ্কাকাণ্ড! নিন্দা-সমালোচনার ঝড়। আইনি রোষানল। আপত্তি উঠেছিল প্রতিবেশী দেশ নেপাল থেকেও। যার প্রভাব পড়েছে বক্সঅফিসে। ৫০০ কোটি বাজেটের এই ছবির লভ্যাংশ ঘরে তুলতে গিয়ে নাকানিচোবানি হাল নির্মাতাদের। সাম্প্রতিক অতীতে এত ভয়ানক বিতর্ক আর কোনও ছবিকে ঘিরে হয়নি সম্ভবত! আর সেই ঘটনা থেকেই শিক্ষা নিয়েছেন পরিচালক নীতেশ তিওয়ারি। যিনি কিনা রণবীর কাপুরকে নিয়ে রামায়ণ তৈরির পরিকল্পনা করছেন।

আজ্ঞে! ওম রাউতের ‘আদিপুরুষ’-এর পর বলিউডে আরও একটি ‘রামায়ণ’ তৈরি হতে চলেছে। সম্প্রতি সেকথা ঘোষণা করেছেন নীতেশ তিওয়ারি। যেখানে রামের ভূমিকায় রণবীর কাপুর এবং সীতার চরিত্রে আলিয়া ভাটের কথা ভেবেছেন নির্মাতারা। প্রাথমিক স্তরে কথাও এগিয়েছে। কেমন চলছে সেই সিনেমার প্রস্তুতি পর্ব? সম্প্রতি সেইপ্রসঙ্গে কথা বলতে গিয়েই পরিচালক জানান, “নতুন রামায়ণ আশা করি কারও ধর্মীয় ভাবাবেগে আঘাত হানবে না।”

Advertisement

প্রসঙ্গত, ‘আদিপুরুষ’ বিতর্কের পর ভারতের যে কোনও পরিচালকের জন্যই যে রামায়ণ অবলম্বনে ছবি তৈরি করা চ্যালেঞ্জিং হবে, তা বলাই বাহুল্য। কাজে হাত দেওয়ার আগে দু’বার ভাববেন তাঁরা। এমন উত্তপ্ত আবহাওয়ায় নীতেশ কী ভাবছেন তাঁর ছবি নিয়ে? সম্প্রতি এক সাক্ষাৎকারে এপ্রসঙ্গে মুখ খুলেছিলেন পরিচালক। তাঁর সোজাসাপটা জবাব, “দেখুন, আমি যে কন্টেন্ট তৈরি করছি, কোথাও গিয়ে সেটা আমাকেও দেখতে হবে। অতঃপর দর্শক হিসেবে যদি আমি আঘাতপ্রাপ্ত না হই, তাহলে অন্য কারও ভাবাবেগে যে সেটা আঘাত করবে না, তা নিয়ে আমি নিশ্চিত।” পাশাপাশি তিনি জানান, খুব শিগগিরিই এই ছবির কাস্টিং ঘোষণা করা হবে অফিশিয়ালি।

[আরও পড়ুন: শাহরুখের ‘জওয়ান’-এর পয়লা ঝলকে নারী বাহিনীর হুংকার! কী প্রতিক্রিয়া গৌরীর?]

উল্লেখ্য, নীতেশ তিওয়ারির রামায়ণ-এ প্রথম দিকে রণবীর কাপুরের বিপরীতে সিতার চরিত্রে অভিনয় করার কথা ছিস সাঁই পল্লবীর। তবে মাস ঘুরতে না ঘুরতেই তার পরিবর্তে আলিয়া ভাটের নাম শোনা যায়। অনেকে আবার ইতিমধ্যেই প্রভাস-কৃতীর ‘আদিপুরুষ’-এর সঙ্গে রণবীর-আলিয়ার সিনেমার তুলনা টেনে বসেছেন। আলিয়াকে সীতার ভূমিকায় যে দিব্যি মানাবে, সেই ভবিষ্যদ্বাণীও করে ফেলেছেন অনুরাগীরা। কানাঘুষো শোনা যাচ্ছে, দক্ষিণী সুপারস্টার যশ নাকি রাবণের ভূমিকায় অভিনয় করবেন। এই ছবিতে রাম-সীতার ভূমিকায় রণবীর-আলিয়া কথা শুনে এদিকে কটাক্ষ করতে ছাড়েননি কঙ্গনা রানাউত। তবে ‘আদিপুরুষ’ বিতর্কের কথা মাথায় রেখেই যে নতুন রামায়ণ তৈরি করবেন নীতেশ তিওয়ারি, তা পরিচালক স্পষ্টতই বুঝিয়ে দিলেন কথায়বার্তায়।

[আরও পড়ুন: ‘আমি ভিলেন হলে…’, নতুন পোস্টারে বলিউড হিরোদের হুঁশিয়ারি বন্দুকবাজ ‘জওয়ান’ শাহরুখের!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement