সংবাদ প্রতিদিন ডিটিজাল ডেস্ক: বক্স অফিসে ইতিমধ্য়েই ৪০০ কোটির ব্যবসা করে ফেলেছে সানি দেওল ও আমিশা প্যাটেলের ছবি গদর ২। আপাতত, এই ছবির সাফল্য়েই ভাসছেন আমিশা। আর ঠিক এই সময়ই ‘গদর’ ছবির স্মৃতিতে ভাসলেন অভিনেত্রী।
এক সাক্ষাৎকারে আমিশা জানালেন, ”২০০১ সালে গদর ছবি যখন মুক্তি পেয়েছিল, তখন সবাই প্রশংসা করেছিল আমার অভিনয়ের। এমনকী, সঞ্জয় লীলা বনশালির মতো পরিচালক আমাকে চিঠি লিখেছিলেন।যেখানে তিনি বলেছিলেন, অনেক হয়েছে তোমার অভিনয়, এবার অবসর নাও!”
আমিশা আরও জানেন, ”প্রথমে বনশালির এই চিঠি পেয়ে চমকে উঠেছিলাম। পরে মন দিয়ে পড়লাম। বনশালি লিখেছিলেন, একজন অভিনেত্রী গোটা জীবনে যা করতে পারে না। তুমি দুটো ছবিতেই সেটা করে ফেলছে। তোমার এবার অবসর নেওয়া উচিত। সত্য়িই গদর ও কহোনা পেয়ার হ্যায়, যে সাফল্য আমাকে দিয়েছে, তা আমাকে অন্য পর্যায়ে নিয়ে গিয়েছিল। আজ গদর ২ সাফল্য সেটাই মনে করিয়ে দিচ্ছে।”
মুক্তির দিন থেকেই বক্স অফিসে ঝড় তুলে দিয়েছে ‘গদর ২’। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী, মুক্তির দিন ছবির আয় ৫২ কোটি টাকা। তিন দিনের মধ্যেই একশো কোটি পার করে ফেলে সানির ছবি। গতকাল অর্থাৎ মঙ্গলবার ১২ কোটি ১০ লক্ষ টাকা আয় করে ‘গদর ২’। তাতেই ছবির মোট ব্যবসার অঙ্ক হয়েছে ৪০০ কোটি ৭০ লক্ষ টাকা। এবার ছবির লক্ষ্য পাঁচশো কোটি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.