Advertisement
Advertisement
Mirzapur Season 2

অপেক্ষার অবসান, যৌনতা-নৃশংসতার জমজমাট গল্প নিয়ে প্রকাশ্যে ‘মির্জাপুর সিজন ২’-এর ট্রেলার

ট্রেলার মুক্তি পেতেই অবশ্য সোশ্যাল মিডিয়ায় এই ওয়েব সিরিজ বয়কটের ডাক ওঠে।

Bengali News of Mirzapur Season 2: Amazon Prime Video has released the first trailer of popular Web Series | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:October 6, 2020 7:52 pm
  • Updated:October 6, 2020 9:31 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘ অপেক্ষার অবসান হল। মঙ্গলবার প্রকাশ্যে এল ‘মির্জাপুর সিজন ২’ (Mirzapur Season 2) প্রথম অফিসিয়াল ট্রেলার। কালিন ভাইয়ার সাম্রাজ্যে আরও শক্তিশালী হয়ে উঠেছে মুন্না। প্রতিশোধ নিতে মরিয়া গুড্ডু পণ্ডিত। ‘মির্জাপুর’-এর দখল নিতে চায় গজগামিনী ‘গলু’ গুপ্তা। এরই মধ্যে বৃদ্ধ শ্বশুর সত্যানন্দ ত্রিপাঠিকে সামনে রেখে নতুন জাল বোনার চেষ্টা করছে লাস্যময়ী বীণা ত্রিপাঠি। রয়েছে  আরও নতুন একগুচ্ছ চরিত্র। চমকে ঠাসা হতে চলেছে ‘মির্জাপুর’-এর নতুন কাহিনি। এমনই ইঙ্গিত মিলল ট্রেলারে।

Advertisement

[আরও পড়ুন: ‘তোমার দেহের প্রতিটা ইঞ্চি ভোগ করব’, সোশ্যাল মিডিয়ায় কদর্য মন্তব্যে ক্ষুব্ধ ইমন চক্রবর্তী]

২০১৮-র ১৬ নভেম্বর আমাজন প্রাইম ভিডিওয় (Amazon Prime Video) মুক্তি পেয়েছিল ‘মির্জাপুর’ (Mirzapur)। ওয়েব দুনিয়ায় শোরগোল ফেলে দিয়েছিল ক্রাইম থ্রিলার সিরিজটি। কালিন ভাইয়া, গুড্ডু, গলু, বাবলু, মুন্না ত্রিপাঠি, বীণা ত্রিপাঠিদের নাম এখনও দর্শকদের মুখে মুখে ফেরে। বহুদিন ধরেই সিরিজের নতুন মরশুমের অপেক্ষায় ছিলেন অনুরাগীরা। পুজোর ঠিক আগেই মুক্তি পাবে ‘মির্জাপুর সিজন ২’। তার আগে প্রকাশ্যে আসা এই ট্রেলার ওয়েব দুনিয়ার দর্শকদের উৎসাহ যেন কয়েকগুণ বাড়িয়ে দিল।

পঙ্কজ ত্রিপাঠি (Pankaj Tripathi), আলি ফজল (Ali Fazal), শ্বেতা ত্রিপাঠি, কূলভূষণ খরবন্দা, রসিকা দুগ্গল, দিব্যেন্দুর পাশাপাশি নতুন মরশুমে নজর কেড়েছেন বিজয় বর্মা (Vijay Verma), প্রিয়াংশু পাইনিউলি (Priyanshu Painyuli), হর্ষিতা শেখর গৌর, অঞ্জুম শর্মা, রাজেশ তৈলঙ্গ, অমিত সিয়াল, ইশা তলওয়ার। নিউ নর্মালেই সিরিজের ডাবিং সেরেছেন তারকারা। ২৩ অক্টোবর আমাজন প্রাইম ভিডিওয় মুক্তি পাবে ক্রাইম থ্রিলার সিরিজের নতুন মরশুম। যৌথভাবে সিরিজটি পরিচালনা করেছেন গুরমীত সিং এবং মিহির দেশাই। সিরিজের অন্যতম প্রযোজক ফারহান আখতার (Farhan Akhtar) ।

 

[আরও পড়ুন: পুজোর মরশুমে খুলছে প্রেক্ষাগৃহ, কীভাবে কাটবেন টিকিট? কীভাবে বসতে হবে? জেনে নিন]

তবে ট্রেলার মুক্তি পেতেই সোশ্যাল মিডিয়ায় এই ওয়েব সিরিজ বয়কটের ডাক ওঠে। টুইটারে ট্রেন্ডিং হয়ে যায় #BoycottMirzapur2। নেটিজেনদের একাংশের দাবি, ওয়েব সিরিজের অভিনেতা ও প্রযোজক উভয়ই কেন্দ্রের পক্ষে CAA-কে সমর্থন জানিয়েছিলেন। তাই মির্জাপুর যেন কেউ না দেখেন। 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement