Advertisement
Advertisement
Pathaan Ott

একশো কোটি টাকায় ওটিটিতে বিক্রি হল ‘পাঠান’, জানেন কোথায় দেখা যাবে এই ছবি?

৭ দিনে ৬৫৪ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি।

Amazon prime paid to buy pathaans right| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:February 1, 2023 9:15 pm
  • Updated:February 1, 2023 9:15 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বক্স অফিসে ঝড় তুলেছে শাহরুখের ‘পাঠান’। মাত্র ৭ দিনেই পাঠানের ঝুলিতে ৬৫৪ কোটি টাকা। সব রেকর্ড ভেঙে ফেলে পাঠান এখন বলিউডের সবচেয়ে হিট ছবি। তবে নতুন খবর হল, এবার ওটিটিতে আসতে চলেছে পাঠান। সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, অ্যামাজন প্রাইমেই নাকি দেখা যাবে এই ছবি। ঘনিষ্ঠমহল থেকে পাওয়া খবর অনুযায়ী, একশো কোটি টাকায় অ্য়ামজন কিনেছে এই ছবি।

প্রসঙ্গত, একগুচ্ছ রেকর্ড ঝুলিতে পুরেছে শাহরুখ খানের কামব্যাক ছবি। ছুটির দিনে মুক্তি না পেয়েও বক্স অফিসে পেয়েছে দারুণ ওপেনিং। দেশ-বিদেশ মিলিয়ে ‘পাঠান’-এর প্রথম দিনের আয় ১০৬ কোটি টাকা। যার মধ্যে দেশে ‘পাঠান’ মোট ৫৭ কোটি টাকার ব্যবসা করেছে। এর মধ্যে ৫৫ কোটি টাকা হিন্দি ভার্সানের মাধ্যমে আয় হয়েছে। আর ডাবিং ভার্সানের আয় ২ কোটি। দ্বিতীয় দিন ‘পাঠান’ অর্থাৎ সাধারণতন্ত্র দিবস তথা সরস্বতী পুজোর দিন ১১৩.৬০ কোটি টাকা আয় হয়েছে শাহরুখের কামব্যাক ছবির।

Advertisement

দ্বিতীয় ও চতুর্থ দিনেও ‘পাঠান’-এর সাফল্যের এই ধারা অব্যাহত রয়েছে। চার দিনে ভারতে ২৬৫ কোটি টাকার ব্যবসা করেছে কিং খানের ছবি। বিদেশে এই চারদিনে ‘পাঠান’-এর আয় ১৬৪ কোটি টাকা। অর্থাৎ চার দিনে ৪২৯ কোটি টাকার ব্যবসা করেছে শাহরুখের ছবি। পঞ্চম দিনে তা পাঁচশো কোটি ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল।

[আরও পড়ুন: পরিবর্তনের বার্তা নিয়ে ত্রিপুরা বিধানসভা নির্বাচনের প্রচারে দেব-মিমি-নুসরতরা]

‘পাঠান’ যশরাজ ব্যানারে তৈরি প্রথম ছবি যা প্রথম দিনে সর্ব্বোচ্চ ব্যবসা করেছে। শাহরুখ খানের প্রথম ছবি, যা প্রথম এবং দ্বিতীয় দিনে সর্বোচ্চ অঙ্ক ছুঁয়েছে। দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহামের প্রথম ছবি, যা মুক্তির দিন এবং তার পরের দিনে এত আয় করেছে। সাফল্যের এই ধারা আগামী সপ্তাহেও অব্যাহত থাকবে বলেই মনে করা হচ্ছে।

[আরও পড়ুন: কলকাতার অলিগলিতে এক যুবককে খুঁজছেন ইয়ামি গৌতম, ‘লস্ট’ ছবির ট্রেলার জুড়ে রহস্য ]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement