সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মৃত অনুরাগীর পরিবারকে সদ্য় ২ কোটি টাকা দিয়ে সাহায্য করেছেন আল্লু অর্জুন। এরপরেই ভেবেছিলেন অনুরাগীর মৃত্যুর ঘটনায় তিনি হয়তো ছুটকারা পাবেন। কিন্তু আল্লু অর্জুনের বিপাক কিন্তু কমছে না। কয়েকদিন আগেই পুলিশের ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখে পড়েছিলেন আল্লু অর্জুন। পুলিশের কড়া প্রশ্নের মুখেও পড়েছেন তিনি। শোনা যাচ্ছে, গোটা পরিস্থিতি নিয়ে বেশ মানসিক চাপে আছেন পুষ্পা অভিনেতা।
নতুন খবর হল, ছেলেকে বিপদ থেকে বের করতে এবার মাঠে নামলেন আল্লু অর্জুনের বাবা আল্লু অরবিন্দ। পরিস্থিতি সামলাতে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর রেবন্ত রেড্ডির সঙ্গে দেখা করলেন আল্লুর বাবা। মুখ্যমন্ত্রীকে অনুরোধ করলেন গোটা পরিস্থিতি খতিয়ে দেখার।
হায়দরাবাদে ‘পুষ্পা ২’ ছবির প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে মহিলা অনুরাগীর মৃত্যুর ঘটনায় বিপাকে আল্লু অর্জুনসহ, গোটা পুষ্পা টিম। এই ঘটনাকে কেন্দ্র করেই একরাত জেলেও থাকতে হয়েছিল আল্লুকে। আপাতত, জামিনে তিনি জেল থেকে রেহাই পেয়েছেন। এমনকী, জেল থেকে বেরিয়ে গোটা ঘটনার জন্য দুঃখপ্রকাশও করেছেন আল্লু ও ছবির প্রযোজক। তবে সমস্যা মেটেনি। সম্প্রতি পুলিশি ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখে পড়েছিলেন আল্লু। আর এবার মৃত মহিলা অনুরাগীর পরিবারকে ২ কোটি অর্থ সাহায্য করলেন আল্লু অর্জুন ও ‘পুষ্পা’ ছবির প্রযোজক।
সিনেপর্দায় শত্রু দমনে ‘ঝুঁকতে’ দেখা যায়নি ‘পুষ্পা’ ওরফে আল্লু অর্জুনকে। গুলি চলেছে, বোম ফেটেছে। তবুও পুষ্পা ‘ঝুঁকেগা নেহি’। ‘পুষ্পা ২’-তে সাহস দশগুণ বাড়িয়ে ‘ফায়ার নয়, ওয়াইল্ড ফায়ার’। কিন্তু দেখুন, সিনেপর্দায় পুলিশের হাতে পরাস্ত না হলেও, বাস্তবে শেষমেষ পুলিশ, আইনের কাছে মাথা নিচু করতেই হল ‘পুষ্পা’ আল্লু অর্জুনকে। সাদা হুডিজ টিশার্টে স্ফুলিঙ্গ ফুটলেও, থানায় দাঁড়িয়ে ‘পুষ্পা’র তেজ কম। আর তাই তো, শনিবার সকাল সকাল জেল থেকে বেরিয়ে আল্লু অর্জুনের গলায়, একটাই সুর, ‘ আমি দুঃখিত, শোকাহত। আইনকে সম্মান করি, তদন্তে সহযোগিতা করব’।
৫ ডিসেম্বর সারা দেশের সিনেমা হলে মুক্তি পেয়েছে ‘পুষ্পা ২: দ্য রুল।’ তার ঠিক আগের দিন ৪ ডিসেম্বর হায়দারাবাদের সন্ধ্যা থিয়েটারে হয় প্রিমিয়ার। সেখানে যাওয়াই কাল হয়েছে আল্লু অর্জুনের। প্রিয় তারকার আসার খবরে কাতারে কাতারে মানুষ সন্ধ্যা থিয়েটারে ভিড় করে। এই ভিড়ে পদপিষ্ট হয়েই রেবতী নামের অনুরাগীর মর্মান্তিক মৃত্যু হয়। রেবতীর ৯ বছরের শ্রী তেজ এখনও হাসপাতালে সংকটজনক অবস্থায়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.