সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘পুষ্পা নাম শুনকে ফ্লাওয়ার সমঝে ক্যায়া? ফ্লাওয়ার নেহি ফায়ার হ্যায়’- আল্লু অর্জুনের (Allu Arjun) এই সংলাপের ম্যাজিক পর্দার বাইরেও স্বমহিমায় বিদ্যমান। শুক্রবার গ্রেপ্তারির সময়েও ইঙ্গিতবাহী টি শার্ট পরে সেই ‘পুষ্পা রাজ’ দেখালেন দক্ষিণী সুপারস্টার।
দিন কয়েক আগে, হায়দরাবাদে ‘পুষ্পা ২’ ছবির প্রিমিয়ারে (Pushpa 2 Premier) এক মহিলা অনুরাগীর মৃত্যু হওয়ায় দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। সেই মামলার ভিত্তিতে শুক্রবার তেলেঙ্গানা পুলিশ গ্রেপ্তার করেছে দক্ষিণী সুপারস্টারকে। গ্রেপ্তারির সময়ে বাড়িতেই খোশমেজাজে ছিলেন অভিনেতা। চায়ের পেয়ালায় চুমুক দিচ্ছিলেন। পরনে টিশার্টে লেখা তাঁরই ব্লকবাস্টার সিনেমার সংলাপ- ‘ফ্লাওয়ার নেহি, ফায়ার হ্যায়…’। সেই পোশাক পরেই পুলিশের সামনে স্ত্রী স্নেহা রেড্ডির গালে চুম্বন করে বাড়ি থেকে বেরলেন। গ্রেপ্তারি নিয়ে উদ্বেগের লেশমাত্র নেই আল্লুর চোখেমুখে। সেই মুহূর্তের ছবি-ভিডিও নেটপাড়ায় ইতিমধ্যেই দাবানল গতিতে ভাইরাল। জানা গিয়েছে, চিক্কাড়পল্লী থানায় নিয়ে যাওয়া হয়েছে অভিনেতাকে। যে থানায় তাঁর নামে অভিযোগ দায়ের করা হয়েছিল। পুলিশ স্টেশনে নিয়ে যাওয়ার আগে ওসমানিয়া হাসপাতালে আল্লু অর্জুনের মেডিক্যাল চেকআপ করানো হয়েছে। এদিকে ‘পুষ্পা ২’ সিনেমার ব্লকবাস্টার সাফল্যের মাঝে আল্লুর গ্রেপ্তারির খবর প্রকাশ্যে আসতেই তোলপাড় দেশের সিনেদুনিয়া! অনুরাগীদের কাকুতি-মিনতি। আল্লু অর্জুনকে ছেড়ে দেওয়ার আর্জিতে নেটপাড়ায় পোস্টের বন্যা। তাঁদের কথায়, ‘ঝুঁকনা মত পুষ্পা!’
‘পুষ্পা ঝুকেগা নেহি…’, আট থেকে আশির মুখে ফেরে এই সংলাপ। তবে আইনের মারপ্যাঁচে বিপাকে পড়তেই ঝুকতে হল পুষ্পাকে। ডিসেম্বর মাসের ৪ তারিখ হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে ‘পুষ্পা ২’র প্রিমিয়ারে আল্লু অর্জুনকে দেখতে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এক মহিলা অনুরাগীর। সেই মর্মান্তিক খবর কানে পৌঁছতেই অনুরাগীর পরিবারকে ২৫ লক্ষ টাকা অর্থ সাহায্য করেছেন অভিনেতা। শুধু তাই নয়, মৃত মহিলার ৯ বছরের সন্তান, যে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি ছিল, তারও চিকিৎসার দায়ভার নিয়েছেন দক্ষিণী সুপারস্টার। তবে শুক্রবার এই ঘটনার জেরে গ্রেপ্তার হলেন আল্লু অর্জুন। দক্ষিণী সুপারস্টার গ্রেপ্তার হওয়ার পর হায়দরাবাদের পুলিশ কমিশনার জানিয়েছেন, “তদন্ত চলছে। সংশ্লিষ্ট ঘটনার সঙ্গে যুক্ত সকলের বিরুদ্ধেই কড়া পদক্ষেপ নেওয়া হবে।” ঘটনার জেরে এর আগে সন্ধ্যা থিয়েটারের মালিক-সহ আরও ২জন গ্রেপ্তার হন। জানা গিয়েছে, ভারতীয় ন্যায় সংহিতা ১০৫ এবং ১১৮ (১) ধারায় মামলা দায়ের হয়েছে আল্লু-সহ সকলের বিরুদ্ধে।
पुष्पा झुकेगा नहीं लेकिन गिरफ्तार तो होगा
संध्या थिएटर में हुई भगदड़ में एक महिला की मौत हो गई थी
#AlluArjunArrest pic.twitter.com/xAZ6qtenEs— Divu Ahir (@Divuahirr) December 13, 2024
ঠিক কী ঘটেছিল?
হায়দরাবাদে ‘পুষ্পা ২’র প্রিমিয়ারে সন্ধ্যা থিয়েটারের বাইরে অনুরাগীদের ভিড় উপচে পড়েছিল। এমনকী, ভিড় সামলাতে গিয়ে হিমশিম খেতে হয়েছে স্থানীয় পুলিশকেও। পরিস্থিতি সবচেয়ে বিশৃঙ্খল হয়ে ওঠে যখন থিয়েটারে প্রবেশ করেন দক্ষিণী তারকা আল্লু অর্জুন। তাঁকে সামনে থেকে দেখতে গিয়েই অনুরাগীদের মধ্যে প্রবল উত্তেজনা শুরু হয়। এই পরিস্থিতিতেই পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ৩৯ বছর বয়সি এক মহিলার। তাঁর ৯ বছরের ছেলেও গুরুতর জখম। অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। সেই ঘটনাতেই শুক্রবার গ্রেপ্তার আল্লু অর্জুন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.